পৃথিবী থেকে প্রস্থান সকলের জন্য বিষাদময়। তারপরও কিছু প্রস্থান মানুষের কলিজায় আঘাত করে। প্রিয় স্বজনদের বিদায় মেনে নেওয়া যায় না। তবুও নিয়তির নির্মমতার কাছে মানুষ চিরকাল অসহায়।
জনপ্রিয় লেখক, গণমাধ্যম বিশ্লেষক ও প্রীতি কবি ওমায়ের আহমেদ শাওন এর একমাত্র বড় বোন মোছাঃ উম্মে সাদিয়া (৩২) ইহলোকের যাত্রা শেষ করেছেন। মূলত, তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ স্বজনদের। সেটার পরিপ্রেক্ষিতে আসামীদের নাম ও অজ্ঞাতনামা সহ উল্লেখ করে গত ১৭.০৫.২০২৪ ইং তারিখে নীলফামারী জেলার ডিমলা থানায় এজাহার দায়ের করা হয়েছে।
উল্লেখ্য যে, তাঁর বৈবাহিক জীবনের দুইটি ছেলে সন্তান রয়েছে।
প্রীতি কবি বলেন, “আমার বড় আপু ব্যক্তিগত জীবনে এলাকা এবং আত্মীয়-স্বজনদের কাছে খুব ভালো মানুষ ছিলেন। সকলে তাঁর জন্য মর্মাহত এবং মাগফিরাত কামনা করেছেন। মহান আল্লাহ তা’আলা আমার আপুর জীবনের সকল গুনাহ সমূহ ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। হত্যাকারী এবং সহযোগীগণের আল্লাহ কঠিন বিচার করুন।” পাশাপাশি তাঁর একমাত্র বড় বোনের নাজাতের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেছেন।
Devoloped By WOOHOSTBD