মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল-স্টাফরিপোর্টার: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রার্থীতা করার জন্য দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। ইতিমধ্যে ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে আওয়ামীলীগের বেশ কয়েকজন দলীয় মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
শনিবার (১৮ নভেম্বর) উৎসব মুখর পরিবেশে সমর্থিত নেতাকর্মীদেরকে নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় কার্যালয় ঢাকা থেকে মনোনয়ন ফরম ক্রয় করেন। এ পর্যন্ত সাতজন আওয়ামীলীগ নেতা মনোনয়ন ফরম ক্রয় করেছেন বলে, বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম বিতরণ কমিটি ময়মনসিংহ বিভাগীয় সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আলমগীর কবির দোলন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাগেছে, নান্দাইল আসনের দুই বারের সংসদ সদস্য আলহাজ¦ মো. আনোয়ারুল আবেদীন খান তুহিনের পক্ষে উনার পিএস মনোনয়ন ফরম ক্রয় করেছেন। অপরদিকে নান্দাইল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক দুই বারের সংসদ সদস্য আলহাজ¦ মেজর জেনারেল অব: আব্দুস সালাম আরসিডিএস পিএসসি’র পক্ষ থেকে তাঁদের সমর্থিত নেতাকর্মীরা আ’লীগের দলীয় মনোয়ন ফরম ক্রয় করেছেন।
এছাড়া ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বিএমএ ময়মনসিংহ শাখার সভাপতি ডা. মতিউর রহমান ভূইয়া, ২০০৮ সনে নৌকার মনোয়ন প্রাপ্ত সাবেক ডেপুটি এ্যাটর্ণী জেনারেল এড. আব্দুল হাই, গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্ঠা বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ জালাল উদ্দিন মাস্টার, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য সাবেক ছাত্রনেতা মো. শাহজাহান কবির সুমন ও অস্ট্রেলিয়া আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান খান রানা আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
Devoloped By WOOHOSTBD