পোড়াদহ রেলওয়ে থানার সম্মানিত অফিসার ইনচার্জ ওসি মোহা: এমদাদুল হক‘র বিদায় অনুষ্ঠান গতকাল সন্ধায় থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। খুলনা রেলওয়ে জেলার কুষ্টিয়া সার্কেল অফিসার অতিরিক্ত পুলিশ সুপার হাজী মজনুর রহমান‘র সভাপতিত্বে বক্তব্য রাখেন, পোড়াদহ কলেজের সাবেক অধ্যক্ষ মো: রেজাউল করিম, ষ্টেশন মাষ্টার এসএম শরিফুল ইসলাম, এসআই মাসুদ রানা, এএসআই মো: বাহার আলী, কন্সটেবল মোল্লা আবেদ আলী ও রকি ইসলাম। বক্তাগণ বিদায়ী ওসির সার্বিক কল্যাণ ও উত্তরোত্তর সফলতা কামনা করে বলেন, আমরা একজন সামাজিক ও দায়িত্বশীল পুলিশ অফিসার পেয়েছিলাম। উনার নেতৃত্বে পোড়াদহ ষ্টেশনে ১৩টি ষ্টিলের বেঞ্চ ও একটি হুইল চেয়ার দেওয়া হয়েছে। সাফ’র নির্বাহী পরিচালক ও জেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য মীর আব্দুর রাজ্জাক ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে ল ইনর্ফোসমেন্ট অফিসার হিসেবে একজন দায়িত্বশীলের ভূমিকা পালন করায় ওসি সাহেবকে অভিনন্দন জানান এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। পুলিশ সদস্য ও স্থানীয়রা বিদায়ী ওসির শুভকামনা করে উপহার প্রদান করেন।
Devoloped By WOOHOSTBD