গাজীপুর প্রতিনিধি:
সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ, ব্যাহত হচ্ছে সাভাবিক জনজীবন, ব্যাতিক্রম নয় গাজীপুরে ও, নগরীর বিভিন্ন এলাকায় খেটে খাওয়া মানুষ রাস্তায় বেড়িয়ে পড়ছে বিপাকে।
তাপমাত্রার এই দাপুটে কিছুটা সস্তি দিতে ২৫ এপ্রিল পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধার উদ্যোগে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মিরের বাজার এলাকায় ঠান্ডা খাবার পানিয় বিতরণে আয়োজন করেছে গাজীপুর মহানগরীর পূবাইল থানা প্রেসক্লাব।
এ সময় খেটে খাওয়া সাধারণ মানুষ, তীব্র গরমে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করে যাওয়া ট্রাফিক পুলিশ, আটো ড্রাইভার, ট্রাক ড্রাইভার সহ লেগুনা ও আটো যাত্রীদের মাঝে ঘন্টাব্যাপী এ পানি বিতরন অনুষ্ঠিত হয়েছে, পূবাইল থানা প্রেসক্লাবের মহৎ এই উদ্যোগে খুশি সাধারণ জনগন।
এ সময় পূবাইল থানা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খসরু মৃধা জানান, সাংবাদিকতা একটি মহৎ ও সেবার পেশা, আমি ও আমার পূবাইল থানা প্রেসক্লাব সব সময় সাংবাদিকাতার পাশাপাশি জনগনের সেবায় নিজেকে নিয়জিত রাখি, আগামী দিনেও তার ব্যাতিক্রম হবে না।
এ সময় পূবাইল থানা প্রেসক্লাবের সদস্যগন ছাড়া ও গাজীপুর মহানগরীর বিভিন্ন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, পুলিশ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
Devoloped By WOOHOSTBD