ভেড়ামারা প্রতিনিধি –
ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সম্মানিত সভাপতি লায়ন ডাঃ কামরুল ইসলাম মনা, সাধারণ সম্পাদক লায়ন জাহাঙ্গীর রাজীব রাজু, সহ-সভাপতি লায়ন রকিবুল হাসান পলাশ এর বন্ধু মেহেদী হাসান সুমন নড়াইল জেলার পুলিশ সুপার হওয়ায় ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
পুলিশ সুপার মেহেদী হাসান সুমন আমাদের গর্ব, ব্যাচ ৯২’র অহংকার, ভেড়ামারা তথা দেশের গর্ব।
মেহেদী হাসান পূর্বে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক লালবাগ বিভাগ, হ্যাট্রিক সহ টানা ৪র্থ বারের মত ঢাকা মেট্রোপলিটন পুলিশের নভেম্বর /2020 মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আটটি ট্রাফিক বিভাগের মধ্যে নবসৃষ্ট ট্রাফিক লালবাগ বিভাগ শ্রেষ্ঠ স্থান, ৮টি ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ ডিসি হয়েছেন শুনে আমরা গর্বিত ও আনন্দিত হয়েছিলাম। এসপি হিসেবে ও সেরা হবে এটা আমাদের বিশ্বাস।
আল্লাহ মেহেদী হাসান সুমন কে দীর্ঘ নেক হায়াত দান করুন এবং তার মনের সকল আশা পূরন করুক এই শুভক্ষণে এই মোর প্রার্থনা।
Devoloped By WOOHOSTBD