নেপাল হয়ে ইউরোপ পাড়ি দিচ্ছেন বাংলাদেশী শত শত যুবক।
সেই ধারাবাহিকতায় Mother Power Air Travels চেয়ারম্যান এর জনাব,মো:শাহাব উদ্দীন শিহাব
নেপালের নাগরিক, মনসুর কাওয়ারীকে,বাংলাদেশে আমন্ত্রণ করলে,মনসুর কাওয়ারী আমন্ত্রণ গ্রহণ করেন।
আজ ১১ জানুয়ারি ২০২৫ বাংলাদেশে আসেন এবং মাদার পাওয়ার এয়ার ট্রাভেলসের চেয়ারম্যান মো:শাহাব উদ্দীন শিহাব তাকে ফুল দিয়ে বরণ করেন।
মো:শাহাব উদ্দীন শিহাব বলেন,বাংলাদেশের শত শত যুবক ইউরোপ যাওয়ার জন্য বছরের পর বছর ঘুরছে ভিসা পাচ্ছেনা।
বিভিন্ন ট্রাভেল এজেন্সি ওয়ার্কপার্মিট দিলেও ভিসা দিতে পারছেনা?আর যারা ভিসা পাচ্ছে তারা ফ্লাইট দিতে পারছেনা।
মনসুর কাওয়ারী বলেন–বাংলাদেশের নাগরিক ইউরোপের ভিসার জন্য আমাদের দেশে আসছে।এক মাস,দুই মাস পড় ৯০% মানুষ ভিসা পাচ্ছে।
কিন্তু এটা সত্যি যে,আমরা জানি ইউরোপ যাওয়ার জন্য অনেক বাংলাদেশী যুবকরা টাকা পয়সা জমা দিয়ে ফ্যাক ওয়ার্কপার্মিট আর ফ্যাক ভিসা পেয়ে প্রতারণার শিকার হচ্ছে যা খুবই কষ্টের বিষয়।
তবে মনসুর কাওয়ারী বলেন,আমি আপনাদের দেশে থেকে ভিসা করে দিব এবং ফ্লাইট দিয়েই নেপাল যাব ইনশাআল্লাহ।
মো:শাহাব উদ্দীন শিহাব প্রশ্ন করেন কোন কোন দেশের ভিসা এখন সহজেই হবে???
মনসুর কাওয়ারী বলেন নন সেনজেন দেশ সার্বিয়া খুব সহজেই হবে।ওয়ার্কপার্মিট আসবে ১৫/২০ দিনে আর অনলাইন এবং PPZ আইডি সহ ৩০/৪৫ দিন লাগবে ইনশাআল্লাহ। পরবর্তীতে ভিসা স্টাম্পিং এর জন্য পাসপোর্ট ইন্ডিয়া পাঠানো হবে।
এক কথায় সার্বিয়া ম্যানপাওয়ার বিমান টিকিট ফ্লাইট সহ ৩ মাস সময় লাগবে কম বেশী।
ইউরোপের উন্নত দেশ ফিনল্যান্ড তিনি বলেন যারা মোটামুটি ইংরেজি ভাষা জানে বা এসএসসি পাস ফিনল্যান্ড এগ্রিকালচার সিজনাল ভিসায় যাওয়ার সুযোগ আছে।আপনারা হয়ত জানেন যে, ফিনল্যান্ড বিশ্বের সবচেয়ে সুখী দেশ।
তবে ফিনল্যান্ডের জন্য নেপাল ভিএফএস গ্লোবাল
থেকে ফিঙ্গার দিয়েই সেখান থেকে ফ্লাইট দিতে হবে।এছাড়াও গ্রীস,ক্রোয়েশিয়া,রোমানিয়া,বুলগেরিয়া,আলবেনিয়া,আরমেনিয়া সহ এশিয়া ইউরোপ দক্ষ/অধক্ষ শ্রমিক বিভিন্ন ক্যাটাগরির ভিসার সার্ভিস দিতে পারবো।
সত্যৈর সন্ধানে প্রবাসীদের কল্যাণে মাদার পাওয়ার এয়ার ট্রাভেলস আছে আপনার পাশে।
Devoloped By WOOHOSTBD