আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়ায় দৌলতপুরে মহান বিজয় উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ ডিসেম্বর, সোমবার দুপুর সাড়ে ১২টায় দৌলতপুর আওয়ামী লীগের আয়োজনে দৌলতপুর কলেজ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দৌলতপুর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ ছাদিকুজ্জামান খান সুমন, এড. রফিকুল ইসলাম লালন, বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী, দৌলতপুর আওয়ামী লীগের দফতর সম্পাদক রেজাউল করিম, মরিচা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহিদ সহ দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় দৌলতপুর আওয়ামী লীগের সভাপতি এড. আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ্ এমপি আগামী ৭ জানুয়ারি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনের মাঠে কাজ করার আহ্বান জানান। এ সময় তিনি বলেন অনেক নেতা বিভিন্ন সময় কথা দিয়েছিলেন যে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে আসবে তার পক্ষে সকলে কাজ করবে। কিন্ত এখন তার কথা রাখছেন না, নেতারা কথা না রাখলেও কর্মীরা কথা রাখবেন । ৭ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় ছিনিয়ে আনবে।
আলোচনা সভায় উপজেলার ১৪ ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়।
Devoloped By WOOHOSTBD