কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়াঠন শান্তি পূর্ণ ভাবে সমাপ্ত হয়েছে কুষ্টিয়া-১ আসনের নির্বাচন।
শান্তুি পূর্ণ ভাবে নির্বাচন শেষ হলেও নির্বাচন পরবর্তী সময়ে অশান্ত হয়ে পড়েছে দৌলতপুর।
উপজেলার প্রায় প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে পড়েছে সহিংসতা আহত হয়েছে প্রায় ১০ জন। আহতদের ভিতরে কয়েক জনের অবস্থা আশংকাজনক। এছাড়াও ঘটেছে লুটপাট ও অগ্নিসংযোগের মত ঘটনা।
সাধারণ মানুষের দাবি আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনি নিয়ন্ত্রণ না করতে পারলে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক অবনতি হবে। ফলে সাধারন মানুষের জানমালের ক্ষয়ক্ষতি হবে। তাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে সাধারণ মানুষ।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, দৌলতপুর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মানুষের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে কঠোর অবস্থানে আছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিপন্থী কাজের সাথে জড়িত কাউকে কিছুতেই ছাড় দেওয়া হবে না।
Devoloped By WOOHOSTBD