স্টাফ রিপোর্টার: আওয়ামীলীগ সরকারের সকল উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তৃণমুলে নারীদের সাথে এক শততম উঠান বৈঠক করে ব্যাপক সারা ফেলেছেন ১৫৪ ময়মনসিংহ-৯ নান্দাইল আসনের দুই বারের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ারুল আবেদীন খান তুহিন। প্রতিবারের মতোই সংসদীয় কার্যক্রম শেষে নান্দাইল নির্বাচনী এলাকায় এসে উঠান বৈঠকের মাধ্যমে তৃণমুল পর্যায়ের দলীয় নেতাকর্মী ও সাধারন নারী-পুরুষের মাঝে সরকারের উন্নয়ন বার্তা পৌছে দিচ্ছেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিতকরণ সহ সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় বসিয়ে নান্দাইল তথা সারা বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রাকে আরো বেগমান করতে চান। সে লক্ষ্যে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে গণসংযোগ এবং তৃণমুলে নারীদের সাথে উঠান বৈঠক করে যাচ্ছেন। উঠান বৈঠক শেষে উন্নয়নের বার্তা নিয়ে তিনি বিভিন্ন পাড়া ও মহল্লা ঘুরে বেড়াচ্ছেন। এ পর্যন্ত একশত একটি উঠান বৈঠক শেষ করেছেন।
এছাড়া প্রতিটি উঠান বৈঠকে তিনি বলেন, ডাইনি খালেদা জিয়া ও চোর তারেক রহমান ক্ষমতায় এলে সরকারের দেওয়া বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ভাতা ও ছাত্রদের উপবৃত্তি সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বন্ধ করে দেবে। জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় না আনলে দেশের মা-বোন সবচেয়ে বেশি বঞ্চিত হবেন। তাই আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেকেই সকাল সকাল নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে। সে লক্ষ্যে এমপি তুহিন উঠান বৈঠকে উপস্থিত সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার ওয়াদা করান।
উক্ত উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান মো: হাসান মাহমুদ জুয়েল, পৌর মেয়র রফিক উদ্দিন ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার হাসান জিটু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা জুয়েল, গাংগাইল ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ আশরাফুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক এটিম আবু তাহের মঞ্জু বর্তমান ইউপি চেয়ারম্যান এডভোকেট আসাদুজ্জামান নয়ন বিভিন্ন ইউপি জনপ্রতিনিধিগণ সহ আওয়অমীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ, এবং সাধারন নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
ছবি-সংযুক্ত
মো. শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল,ময়মনসিংহ।
২৫-০৯-২০২৩ইং
০১৭১৫৮১৪৯৭০৯
Devoloped By WOOHOSTBD