কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নতুন কুড়িঁ প্রি ক্যাডেট স্কুলে আজ সকাল ১০টায় বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরষ্কার বিতরন করা হয়। প্লে থেকে পঞ্চম শ্রেনীর শিক্ষার্থীদের ফলাফল ঘোষনা করা হয়। প্রতি শ্রেনীর প্রথম থেকে পঞ্চম স্থান অধিকারীদের মাঝে পুরস্কার দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির ভাইচ চেয়ারম্যান, লেখক ও গবেষক হাসানুজ্জামান খসরু, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সাইদুল ইসলাম,প্রধান আলোচক অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মমতাজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম মানিক, বহলবাড়িয়া ইউনিয়নের মেম্বার আবু হাসনাত মাহাবুব, নতুন কুড়িঁ প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষিকা খালেদা ইয়াসমিন ইভা। এছাড়াও স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা,অভিভাবকবৃন্দ ও সকল ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD