নওগাঁয় ওষুধ প্রশাসন কর্তৃক ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন,
Muntu Rahman
/ ৬৪
Time View
Update :
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
Share
নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁয় ওষুধ প্রশাসন কর্তৃক ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শহরের মুক্তির মোড় কেন্দ্র শহীদ মিনার সামনে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নওগাঁ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংগঠনের জেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকার সভাপতিত্বে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক স্বপন কুমার পোদ্দার সহ-সভাপতি কাজী সাদেকুর রহমানসহ অন্যান্য ব্যবসায়ীরা।
মানববন্ধনে বক্তারা বলেন- কয়েক দিনআগে ওষুধ ব্যবসায়ীর কোন অপরাধ না থাকলেও ওষুধ প্রশাসন তার বিরুদ্ধে মামলা করে হয়রানি করছে।
তাই দীর্ঘ ৩৯ বছর পর ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ এর সংশোধন করে দ্রুত এসব হয়রানি মূলক নির্যাতন বন্ধ করতে হবে। তা নাহলে অবিলম্বেই আরও বড় আন্দোলন শুরু করার হুমকি দেওয়া দেন বক্তারা।
এদিকে হয়রানি মুলক মামলার প্রতিবাদে ৪ ঘন্টা বন্ধ রাখা হয় সকল ওষুধের দোকান।