• বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের আন্তঃ জেলা বৈঠক অনুষ্ঠিত দাঙ্গাবাজদের রোষানলে কলিয়ারকাপনের সম্ভ্রান্ত পরিবার পাঁচটি সাংবাদিক সংগঠনের সমন্বয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন কপিলমুনি আর্ট একাডেমি পরিদর্শন করেন বিশিষ্ট সমাজ সেবক জনাব সফিউল ইসলাম বাদাঘাট বাজার বণিক সমিতির নির্বাচন সভাপতি নজরুল শিকদার সাধারণ সম্পাদক হারুন আর রশিদ বিজয়ী ডাঃ মনা ইয়োগা ওয়ার্ল্ড আয়োজিত শীতবস্ত্র বিতরণ বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার। বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শন নওগাঁ জেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন তাহিরপুরে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

নওগাঁয় ৭ ডাকাত গ্রেফতার, ডাকাতি মালামাল উদ্ধার

Muntu Rahman / ২৫১ Time View
Update : বুধবার, ২৩ আগস্ট, ২০২৩

নওগাঁয় ৭ ডাকাত গ্রেফতার, ডাকাতি মালামাল উদ্ধার

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি,

নওগাঁর বদলগাছী উপজেলার বৈকুন্ঠপুরে তিনজনকে বেঁধে রেখে কয়েকটি দোকানের তালা কেটে ডাকাতির ঘটনায় ৭ ডাকাতকে গ্রেফতার এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করেছে পুলিশ। ডাকাতির পরে গত পাঁচ দিনে নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।

গত ১০.০৮.২৩ রাত্রিতে বৈকুন্ঠপুর বাজারে দুইজন নৈশ্য প্রহরীসহ তিনজনকে বেঁধে রেখে কয়েকটি দোকানের তালা কেটে কীটনাশক, মনোহারী সামগ্রী ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুন্ঠন করে ডাকাতরা। এ ঘটনায় বদলগাছী থানায় একটি মামলা দায়ের করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। মামলা দায়েরের পর পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ গাজিউর রহমানকে মামলাটি ডিটেকশনের জন্য নির্দেশ প্রদান করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ গাজিউর রহমান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান মামলার ঘটনাস্থল পরির্দশন করেন সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে অপরাধীদের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদের সনাক্তের পর তাদের অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সংগ্রহপূর্বক ডাকাতদের চিহ্নিত করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ গাজিউর রহমান পিপিএম নেতৃত্ব অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব কুমার, ডিবি ইনচার্জ জনাব মোঃ হাশমত আলী, এসআই (নিরস্ত্র) বদরুদ্দোজা জিমেল এবং বদলগাছি থানা পুলিশের সমন্বয়ে গঠিত পুলিশের একটি টিম গত ১৬.৮.২৩ রাত থেকে ২০.৮.২৩ রাত পর্যন্ত পাঁচ দিন নওগাঁ, বগুড়া ও জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ ডাকাতির সাথে যুক্ত মোট ৭জন ডাকাতকে গ্রেফতার করে এবং ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, সিএনজি এবং লুন্ঠিত মালামাল উদ্ধার করে।

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ১০.৮.২৩ দুপুরে আসামী মোঃ নান্টু (৪৫), পিতা-মোঃ আব্দুল জলিল, গ্রাম চকপ্রাচী, নওগাঁ। মোটরসাইকেলে করে মামলার ঘটনাস্থল পর্যবেক্ষণ করে ঘটনার সাথে জড়িত সকলকে নওগাঁ সদর থানার তিলকপুর ইউনিয়ন এলাকায় রাত্রি বেলা নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির হওয়ার জন্য বলে। পরিকল্পনা মোতাবেক আসামী মোঃ ওয়াজ কূরনী (৩৭), পিতা-মোঃ ওসমান সরদার, গ্রাম বলরাম চক (চৌধুরীপাড়া), থানা-আত্রাই, জেলা-নওগাঁ নিজস্ব সিএনজি নিয়ে তিলকপুর ইউনিয়ের ভবানীপুর গ্রামে যায়। সেখান থেকে অপরাধীদের নিয়ে বদলগাছী থানার বৈকন্ঠপুর বাজারের উদ্দ্যেশ্যে রওনা করে। গত ১১.৮.২৩ রাত তিনটায় অপরাধীদের মধ্যে থেকে কয়েকজন বৈকণ্ঠপুর বাজারে গিয়ে ২ জন নৈশ্য প্রহরীসহ মোট ৩জনকে ভয়-ভীতি দেখিয়ে ঘটনাস্থল হতে প্রায় ৪০০ মিটার দূরে মরিচ ক্ষেতের মধ্যে নিয়ে কাঁচা পাট ও কাপড় দিয়ে বেঁধে রাখে। প্রায় এক ঘন্টা ব্যাপী কয়েকটি দোকানের তালা কেটে মালামাল লুণ্ঠন করে সিএনজি যোগে তারা পালিয়ে যায়।

মামলার ঘটনার সাথে জড়িত মোট ৮ জন ডাকাতের মধ্যে ৭জনকে গ্রেফতার এবং লুন্ঠিত কিটনাশক ও মনোহারী সামগ্রী উদ্ধার করা হয়েছে। আসামী রবিউল বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। ঘটনার সাথে জড়িত অন্য আসামি গ্রেফতারের এবং বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD