কুষ্টিয়া দৌলতপুর উপজেলার দৌলতখালী গ্রামের সন্তান, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি আছানুল হক শীর্ষ জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকায় দৌলতপুর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।
বৃহস্পতিবার(৭ মার্চ) দুপুর ১২ থেকে বিকাল ৫ টা পর্যন্ত লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হওয়ার পরে বিকাল ৫ টা ৩০ মিনিটে মানবকন্ঠ পত্রিকার বরুয়া, খিলক্ষেতে অবস্থিত হেড অফিস থেকে, এডমিন রেজওয়ান হোসেন আছানুল হককে দৌলতপুর প্রতিনিধি হিসেবে নিয়োগপত্র তুলে দেন।
উল্লেখ্য ২০১৩ সালে আছানুল হক কুষ্টিয়া থেকে প্রকাশিত সাপ্তাহিক আদিবাসীর অধিকার পত্রিকায় প্রথম সংবাদকর্মী হিসেবে কাজ শুরু করেন। সে সাথে কুষ্টিয়া থেকে প্রকাশিত একাধিক দৈনিক পত্রিকায় কাজ করার সুযোগ পেয়েছে আছানুল হক । আছানুল হক মানবকন্ঠ পত্রিকায় সম্মানের সাথে কাজ করার জন্য কুষ্টিয়া ও দৌলতপুর উপজেলা বাসীর কাছে দোয়া ও সহযোগিতা চেয়েছেন।
Devoloped By WOOHOSTBD