মোঃ সাজেদুল ফরাজি – ২৬ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময় এক বিঘা জমির উপর গত দুই বছর আগে রোপণ করা মেহেগুনি ও নারিকেল গাছের চারা কর্তন করে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনা টি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ারপুর গ্রামে ঘটছে। এই মর্মে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ টি হুবহু নিম্নে বর্ণিত হলো। যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, আমি মোঃ মহাসিন আলী বিশ্বাস,(৭২), এনআইডি নং-৩২৭২৭৯১১৭৩, জন্ম তারিখ-২০/০৩/১৯৫১, পিতা- মৃত কিয়ামত
বিশ্বাস, সাং-পিয়ারপুর, ৮ নং পিয়ারপুর ইউপি, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া থানায় হাজির
হইয়া অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিদের বিরুদ্ধে এই মর্মে অভিযোগ করিয়া জানাইতেছি যে,
দৌলতপুর থানাধীন পিয়ারপুর হইতে জগন্নাথপুর গামী ত্রীমহনী সংলগ্ন আমার নিজস্ব ৪৫ শতক জমিতে মেহগনি ও নারিকেল গাছের বাগান করিয়াছি। বর্তমানে আমি ভেড়ামারাতে থাকি। উক্ত বাগান দেখা শোনা করার জন্য মোঃ সাদু (৪৫) পিতা-রুস্তম মন্ডল, ও ইয়ামুল (৩৫) পিতা-ধুনাই সরদার উভয় সাং- পিয়ারপুর, থানা-দৌলতপুর, জেলা- কুষ্টিয়া দ্বয়কে দ্বায়িত্ব অর্পন করি। ইং ২৭/০৯/২০২৩ তাং সকাল অনুমান ৭.০০ ঘটিকার সময় মোঃ সাদু আমাকে মোবাইলে ফোন করিয়া জানাই যে, কে বা কাহারা আমার বাগানের ৫৬ টি মেহগনি ও ৪ টি নারিকেল গাছ কাটিয়া দিয়াছে। আমি সংবাদ পাইয়া আমি সহ সাক্ষী ১। মোঃ মোস্তফা (৩০) পিতা- মনি
মল্লিক, ২। মনি মল্লিক (৫০) পিতা- মৃত নজর মল্লিক, উভয় সাং-কামালপুর, থানা-দৌলতপুর,
জেলা-কুষ্টিয়া সহ আরো স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখি যে, কে বা কাহারা আমার উপর হিংসায় বসভুত হইয়া আমার বাগানের ৫৬ টি মেহগনি ও ৪ টি নারিকেল গাছ কটিয়া প্রায় ৫০,০০০/- টাকার ক্ষতি সাধন করেছে। আমার ধরনা অজ্ঞাতনামা ব্যক্তি/ব্যক্তিরা পরস্পর যোগসাজস করিয়া পূর্ব পরিকল্পিত ভাবে ইং ২৬/০৯/২০২৩ তাং সন্ধ্য অনুমান ০৭.০০ ঘটিকার পর হইতে ইং ২৭/০৯/২০২৩ ভোর অনুমান ০৫.০০ ঘটিকার পূর্বে যেকোন সময়ের মধ্যে আমার প্রতি হিংসায় বসভূত হইয়া দৌলতপুর থানাধীন পিয়ারপুর হইতে জগন্নাথপুর গামী
সংযোগ সংলগ্ন আমার নিজস্ব ৪৫ শতক জমির ৫৬ টি মেহগনি ও ৪ টি নারিকেল গাছ কটিয়া প্রায় ৫০,০০০/- টাকার ক্ষতি সাধন করিয়াছে। বিষয়টি স্থানীয় গন্য মান্য ব্যক্তি বর্গদের অবহিত করিয়া থানায় অভিযোগ করিতে বিলম্ব হইল ।
অতএব, জনাব এই ব্যাপারে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করিতে মর্জি হয়।
Devoloped By WOOHOSTBD