দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে ১৫ বতল ফেন্সিডিল ও একটি দেশীয় টু স্যুটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার।
ফেন্সিডিল সহ আটককৃত ব্যক্তি হলেন প্রাগপুর কারিগর পাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে আফজাল হোসেন।
দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, থানার অফিসার এস আই সেলিম রেজা, এস আই সাব্বির ও সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে থানা এলাকায় মাদকদ্রব্য ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময়ে বৃহস্পতিবার রাত্র অনুমানিক ১০ টার পরে
দৌলতপুর থানাধীন আল্লারদর্গা বাজারে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, দৌলতপুর থানাধীন প্রাগপুর টু আল্লারদর্গা গামী রাস্তা হয়ে ভেড়ামারার দিকে একটি লাল রংয়ের মোটরসাইকেল যোগে দুইজন ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল নিয়ে আসিতেছে। আমাকে অবহিত করিলে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয় । তাহারা আমার নির্দেশ মোতাবেক সঙ্গীয় অফিসার ফোর্স সহ দৌলতপুর থানাধীন হলুদবাড়ীয়া গ্রামস্থ হলুদবাড়ীয়া হইতে আমদহ গামী তিন রাস্তার মূখে বটগাছের নিচে সঙ্গীয় অফিসার ফোর্স সহ অবস্থান করিলে মোটরসাইকেল ফেলে দুইজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করিলে একজন জন ব্যক্তি আটক হয়। তার দেওয়া তথ্য মতে তার মোটরসাইকেলে তেলের ট্রাংকির নিচে কৌশলে ছেট থাকা ১৫ বতল ফেন্সিডিল উদ্ধার হয়।
এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত অনুমানিক ৮ টার পরে আমার নেতৃত্ব এস আই সেলিম সঙ্গীয় অফিসার নিয়ে অভিযান পরিচালনা করে
একটি দেশীয় টু স্যুটারগান ও তিন রাউন্ড কার্তুজ কল্যান পুর আলাউদ্দিন এর বন্ধ গোডাউন এর নিকট হতে পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। অস্ত্র ও গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে।
এবং মাদকের বিষয়ে দৌলতপুর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।
Devoloped By WOOHOSTBD