দৌলতপুরে ৪ কেজি গাঁজা সহ আটক একজন
দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুরে ৪ কেজি গাঁজা সহ একজন কে আটক করেছে থানা পুলিশ।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, মঙ্গলবার রাতে দৌলতপুর থানা পুলিশ একটি অভিযানিক দল, এস আই সেলিম রেজা, এস আই মিরাজ, এস আই সাব্বির সহ সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তিনজন ব্যক্তি যোগসাজশে একটি স্কুল ব্যাগে করে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসছে।
প্রাপ্ত সংবাদ আমাকে জানালে আমি উর্ধতন কর্মকর্তাকে জানায়। তাদের নির্দেশক্রমে আমার নেতৃত্বে অভিযান পরিচালনা হয়। অভিযানিক দল তারাগুনিয়া বাজার এলাকা পৌছালে ২ জন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে একটি স্কুল ব্যাগ সহ একজন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। সে তার পরিচয় নিশ্চিত করেন, তিনি মথুরাপুর ইউনিয়নের মহাদেব পুর গ্রামের নিজাম উদ্দিন এর ছেলে আশরাফুল।
এবং তারাগুনিয়া বাজারে উপস্থিত এলাকাবাসী উপস্থিতে তার কাছে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করিলে ব্যাগে থাকা চার পোটলা গাঁজা উদ্ধার হয় । এবং এলাবাসীর উপস্থিতে পরিমাপ করে চার পোটলা তে চার কেজি গাঁজা আছে নিশ্চিত হয়।
এ বিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে।
Devoloped By WOOHOSTBD