কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ার পুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর রোজ শুক্রবার রাত তিন ঘটিকার সময় সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে দুইটি বিদেশী পিস্তল, বিদেশে পিস্তলের ১২ রাউন্ড গুলি, দুই টি দেশীয় তৈরি ওয়ানশুটার গান, দেশীয় তৈরি ওয়ানশুটার গানের ৭ রাউন্ড গুলি, একটি এয়ারগান , এয়ারগানের ১১৮ রাউন্ড গুলি, নয়টি ককটেল, ও দেশীয় তৈরি বিপুল পরিমাণ রামদা হাসোয়া হাতকুড়াল সহ তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন ,
দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পিয়ার পুর গ্রামের, দৌলতপুর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ জহুরুল করিম বিশ্বাসের ছেলে মোঃ জিমি করিম বিশ্বাস । মোঃ সোহাগ করিম বিশ্বাস ( পিয়ারপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ) পিতা, মোঃ নজরুল করিম বিশ্বাস। মোঃ জাহাঙ্গীর আলম (পিয়ারপুর ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি)
পিতা , মোঃ সাহেব আলী।
সেনাবাহিনী কুষ্টিয়া ক্যাম্প সূত্রে জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিনগত রাত ৩টার পরে ক্যাপ্টেন মেহেদী হাসান এর নেতৃত্বে ৩০ জনের একটি অভিযানিক দল। অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ উদ্ধার সহ তিনজনকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
Devoloped By WOOHOSTBD