কুষ্টিয়া দৌলতপুরে কানাডা প্রবাসী শরিফুজ্জামান সুমনের জমি দখলের অভিযোগ উঠেছে হেলালের বিরুদ্ধে । হেলাল উদ্দিন দুখিপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। এদিকে হেলালের দাবি সুমনের ভাই জুবলে নূরে আলম নয়ন কাছে থেকেই জমি ন্যায্য টাকা দিয়ে কেনা হয়েছে আমি দখলদার নই।
প্রবাসী শরিফুজ্জামান সুমন বলেন দৌলতপুর থানা ধীন ৭৭ নং দৌলতপুর মৌজায় আর এস ১৫২২ খতিয়ানের সাবেক ১০৯৪ হাল ১৯৫৯ দাগের ১১১শতক জমি, ০৫ একর জমি খরিদ সূত্রে জমির দলিল সূত্রের আমি মালিক। আমি জমি কিনেছি ২০০৫ সালে। পরে ২০২৩ সালে আমার ভাই জুবলে নূরে আলম নয়ন এর কাছে থেকে হেলাল জমি কিনেছে তবে আমার ভাই যে পরিমানে জমি বিক্রয় করেছে সেই পরিমানে জমি আর ঐ দাগে নাই তাই হেলাল আমার জমি দখল নিচ্ছে আমি এ বিষয়ে আদালতে মামলা করেছি । আমি বিষয়টা সঠিক সমাধানের জন্য আইনের সহযোগিতা চাই।
এ বিষয়ে হেলাল উদ্দিন বলেন, আমি ২০২৩ সালে ন্যায্য মূল্য দিয়ে আমি জমি ক্রয় করেছি সুমনের ভাই জুবলে নূরে আলম নয়ন কাছে থেকে। জুবলে নূরে আলম নয়ন দখল দেওয়া জায়গাতেই আমি ঘর করছি। আমি আইনেত প্রতি শ্রদ্ধাশীল। আইন মেনেই আমি সবকিছু করছি। আমি ও চাই বিষয়টি সুষ্ঠু সমাধান হোক।
এ বিষয়ে দৌলতপুর থানা পুলিশের এ এস আই সোহাগ আলী বলেন, শরিফুজ্জামান সুমনের কোন বাদী হয়ে আদালতে একটি মামলা করেছে, আমি আদালতের আদেশ জারি করে এসেছি। সকলের উচিত আইনকে সম্মান জানিয়ে আদালতের মাধ্যমে সমাধানে আশা।
Devoloped By WOOHOSTBD