মোঃ সাজেদুল ফরাজি – কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে রাতের আঁধারে একাধিক কৃষকের ফসল কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ০১-০২-২০২৪ ইং তাং রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে ঘটেছে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার ধারাবাহিকতায় জগন্নাথপুর গ্রামে প্রায় সময়ে ছোট বড় সহিংস ঘটনা ঘটেই চলেছে। কৃষকের কষ্টে ফলানো ফসল ঘরে তোলার সময় ফসল কেটে দিয়ে ব্যাপক ক্ষতির সম্মুখীন করে দিয়েছে। ভুক্তভোগী চাষী জগন্নাথপুর গ্রামে মোঃ আকফারুল,পিতা-আজগর আলী, মোঃ একা ফকির, পিতা- তাহের ফকির, মোঃ ওহিদুল মন্ডল, পিতা-জালাল মন্ডল এর মাঠের আবাদি ফসল তামাক প্রায় দেড় বিঘা জমি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। যার ক্ষতির পরিমাণ প্রায় তিন লক্ষাধিক টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগী চাষীরা। এ ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD