আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের মৃত আকরাম ফরাজির ছেলে লালচাঁদ ফরাজি পিতা কেনা জমি নিয়ে ভোগান্তিগে।
এ বিষয়ে লালচাঁদ ফরাজি বলেন, আমার পিতা অনুমানিক ১৯৮১ সালের দিকে সরকারদের ওয়ারিশদের সুফিয়া খানোম এর কাছে থেকে বাড়ি করার জন্য ৫২ শতাংশ জমি কিনেন।জমি কিনার কিছু দিন পরে হঠাৎ অন্য ব্যক্তি জমির মালিক দাবি করেন পরে তার কাছে থেকে আবার ঐ জমি আমরা কিনে নেই।
পরে ১৯৯০ সালের রেকর্ডের সময় কৌশলে সরকাররা আমরা পিতার কিনা জমি আবার তাদের নামে রেকর্ড করে নেন।
পরে তারা তাদের জমি দাবি করে আমাদের নামে বিভিন্ন সময় মামলা করে আসছে। তারি ধারাবাহিকতায় আবার মামলা করেছে। তারা উল্লেখ করেছে আমি নাকি মামলা শেষ না করে ঘরবাড়ি তৈরী করছি। সরেজমিনে আসলে বুঝতে পারবেন আমার বসবাসের কি দুর অবস্থা। নিজের টাকায় কিনা জমিতে নিজে বসবাস করতে পারছিনা। তাই সঠিক তদন্ত চাই আমি।
এ বিষয়ে আবিদ হাসান মন্টি সরকার বলেন, আমার শরিকানা জমি লালচাঁদ ফরাজি দখল করে রেখেছে। আমি ও সঠিক তদন্তের মাধ্যমে আমার জমি ফেরত চাই।
Devoloped By WOOHOSTBD