কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ময়রামপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে আসলাম আলী,মথুরাপুর গ্রামের সাদ্দাম হোসেনের কাছে থেকে বাড়ি সহ জমি কিনে ও দখল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে আসলাম আলীর ছেলে ও স্ত্রী বলেন, আমরা টাকা দিয়ে জমি ক্রয় করেছি সাদ্দাম হোসেনের কাছে থেকে, মথুরাপুর মৌজার আর এস ৯৩ দাখে .০৩৩০ একর । জমি ক্রয়ের পরেও আমরা দখল পাচ্ছি না। স্থানীয় বুদু সরদারের ছেলে রিপন সরদার বাড়ি সহ জমি জবর দখল করে রেখেছে। তাদের কোন বৈধ কাগজ পত্র ছাড়ায় আমাদের বাড়ি সহ জমি দখল করেছে। আমরা বাড়িতে উঠতে গেলে তারা খুন জখমের হুমকি দেয়। এবং আমাদের ক্রয় করা বাড়িতে থাকা মালামাল লুট করে নিয়েছে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
এ বিষয়ে রিপন আলী সরদার বলেন, আমার কাছে সাদ্দাম হোসেন অনেক আগে এই বাড়ি সহ জমি বিক্রয় করবে বলে ৩ লক্ষ টাকা নিয়েছে। আমাকে জমি না দিয়ে অন্য জনের কাছে বিক্রয় করেছে সাদ্দাম তাই আমি বাড়ি দখল করে রেখেছি।
এ বিষয়ে সাদ্দাম হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে না পেয়ে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।