কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি নস্কর পাড়া গ্রামের মৃত আমজাদ নস্করের ছেলে , আপিল নস্কর (৫০) কে তার চাচাতো ভাই মোঃ সাজেদুল নস্কর(৩৫) পিতা রেজান নস্কর পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনা সুত্রে জানা যায়, ২৩ নভেম্বর ভোর আনুমানিক ছয় ঘটিকার সময় নিহত আপিল নস্কর মাছের ব্যবসার উদ্দেশ্যে মাছ কিনতে রওনা হলে বাড়ির পাশেই তো পেতে থাকা মোঃ সাজেদুল নস্কর কাঠের লাকড়ি দিয়ে পেছন থেকে মাথায় স্বজোরে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন আপিল নস্কর, এবং ঘটনা স্থলেই মৃত্যু বরন করেন। তার আত্ব চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আপিল নস্কর কে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে এবং সাজেদুল নস্কর কাঠের লাঠি পাশেই দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে আটক করে দৌলতপুর থানা পুলিশ কে খবর দেয়। তাৎক্ষণিকভাবে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করেন, এবং জনতার হাতে আটক হত্যাকারী মোঃ সাজেদুল নস্কর কে থানা হেফাজতে নিয়ে যান।
এ ব্যাপারে স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক, জানান মোঃ সাজেদুল নস্কর একজন মাদক আসক্ত, পাগলের মত যখন যাকে সামনে পাই এমনি হামলা করার চেষ্টা করেন। প্রতি দিনের ন্যায় নিহত আপিল নস্কর মাছের ব্যবসার উদ্দেশ্যে মাছ কিনতে যাওয়ার সময় একা পেয়ে মাদক আসক্ত অবস্থায় বাড়ির পাশেই ফাঁকা রাস্তায় তার উপর অতর্কিত হামলা চালায়। এলাকায় তাকে নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জানান, ঘটনার খবর পেয়ে সরজমিনে গিয়ে জানতে পারি , মাদক আসক্ত মোঃ সাজেদুল নস্কর নিহত আপিল নস্কর কে পিঠিয়ে হত্যা করেছেন। আসলেই এটা মাদক আসক্ত নাকি উদ্দেশ্য প্রণোদিত হত্যা তদন্ত শেষে বলতে পারবো। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। জনতার হাতে আটক কৃত হত্যাকারি মোঃ সাজেদুল নস্কর ও হত্যাকান্ডে ব্যবহারিত আলামত উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Devoloped By WOOHOSTBD