কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ৯নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দুই প্রার্থীর ভোট সমান সংখ্যাক হওয়ার কারনে প্রতিদন্দী দুই প্রার্থীর মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার মন্ডল ।
এদিকে মধ্যো রাতে গোপনে আব্দুল মান্নান রানা বিশ্বাসকে চেয়ারম্যান নির্বাচিত করার প্রতিবাদে রবিবার(১০ মার্চ)দুপুর ১২ টার সময় রিফায়েতপুর বাজার পার্টি অফিসে সংবাদ সম্মেলন করেছেন অপর প্রার্থী ফারুক আলম পান্না।
লিখিত বক্তব্যে ফারুক আলম পান্না বলেন,৯ মার্চ (শনিবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে বিরতিহীনভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। পুলিশ, ডিবি, র্যাব, বিজিবি, আনসার বাহিনীর নিরাপত্তার মধ্যে একযোগে ৯ টি কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হয়।
এই উপনির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদন্দীতা করেন। উইনিয়নের মোট ২৫৮৪৬ ভোটের মধ্যে ১৭৯২৬ ভোট পোল হয়। ঘোড়া প্রতীকের আব্দুল মান্নান রানা বিশ্বাস ৬১২৩, মোটরসাইকেল প্রতীকের ফারুক আলম পান্না ৬১২৩, আনারস প্রতীকের জামিরুল ইসলাম বাবু ৪৯১৩, চশমা প্রতীকের মেহেদী হাসান ৬৩৬ এবং টেবিল ফ্যান প্রতীকের আব্দুল মজিদ ১৮ ভোট প্রাপ্ত হন। দুই প্রতিদন্দী প্রার্থী আব্দুল মান্নান রানা বিশ্বাস ও ফারুক আলম পান্না সমান সংখ্যাক ভোট প্রাপ্ত হওয়ায় দুজনের মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন কুমার মন্ডল।
পরে আমি আমার কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা থেকে বাড়িতে চলে আসি। রাত ৯ টার পরে রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার মন্ডল আমাকে ফোন করে ডাকেন বলেন আপনি সহ আপনার সকল এজেন্ট চলে আসেন ফলাফল লটারি করা হবে। আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আমার সকল নেতাকর্মী এবং এজেন্টদের নিয়ে উপজেলা নির্বাচন অফিসে যায় গিয়ে দেখি আমার প্রতিদ্বন্দী প্রার্থী যে আমার সমান ভোট পেয়েছে আব্দুল মান্নান রানা বিশ্বাস সে উপস্থিত হয় নাই। বিধি অনুযায়ী লটারি করা সম্ভব না হওয়ার কারণে আমি উপজেলা থেকে আবার রাত অনুমানিক ১ টার পরে চলে আসি। পরে উভয় প্রার্থীর অনুপস্থিতিতে উপজেলা রিটার্নিং কর্মকর্তা অঞ্জন কুমার মন্ডল ও জেলা নির্বাচন অফিসার আবু আনসার আলী গোপনে লটারি করে আব্দুল মান্নান রানা বিশ্বাসকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। যে প্রক্রিয়ায় নির্বাচিত করেছেন সেটা সম্পূর্ণ অবৈধ তাই সরকারের ও নির্বাচন কমিশনের কাছে সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, রিফাইতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু ২০২৩ সালের ১৪ অক্টোবর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
Devoloped By WOOHOSTBD