দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুরে ধরাছোঁয়ার বাইরে থাকা ৯ টি মাদক মামলার আসামী কুখ্যাত মাদক ব্যবসায়ী ল্যাংড়া ফারুককে ফেনসিডিল সহ আটক করেছে পুলিশ।
এ বিষয় ধর্মদহ ও আদাবাড়ি ইউনিয়নের একাধিক জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা জানান, ফারুক ল্যাংড়া একজন বড়মাপের মাদক ব্যবসায়ী। প্রতি রাত্রে তার মাদক ঢুকলে ও সে পুলিশের হাতে আটক হয় না।ধরাছোঁয়ার বাইরে থেকে যায় । আজ হঠাৎ আটক হয়েছে। যে কয়দিন সে জেলের ভিতর থাকবে সেই কয়দিন এলাকার কিছুটা মাদক ব্যবসা কমবে। আমরা চাই যে শুধু মাদকের লেবান না ফারুকের মত মাদক ব্যবসায়ীরা আটক হোক।
এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, দৌলতপুর থানা পুলিশের একটি অভিযানিক দল দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ এর নির্দেশক্রমে ও আমার দিক নির্দেশনায় এস আই মাসুম বিল্লাহ, এ এস আই নজরুল ইসলাম, কনস্টেবল আব্দুল আওয়াল , থানা এলাকায় ওয়ারেন্ট তামিল, অবৈধ মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ধর্মদহ পশ্চিম পাড়া গ্রামের রুস্তম ফকির এর ছেলে ফারুক হোসেনের বাড়িত অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়বিক্রয় এর জন্য কিছু ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদবাদের ভিত্তিতে মঙ্গলবার দিনগত ভোর রাত অনুমানিক ৪ টার পরে অভিযান পরিচালনা করে ফারুক হোসেনে কে আটক করে। ফারুক হোসেনের দেওয়া তথ্য মতে তাদের রান্না ঘরের চুলার পাশে থাকা ৫১ বতল ফেন্সিডিল উদ্ধার হয় । এ সময় তার বাড়ি থেকে হাত কুড়াল, চাপাতি সহ বিপুল পরিমান দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার হয়।
ফারুকের নামে দৌলতপুর থানা সহ বিভিন্ন জায়গাতে ৯ টি মাদকের মামলা আছে।
দৌলতপুর থানায় এ বিষয়ে একটি মামলা হয়েছে। ফারুক হোসেন কে জেল হাজতে পাঠানো হয়েছে।
Devoloped By WOOHOSTBD