কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের এ এস আই হুমায়নের বিরুদ্ধে ১৮০ বতল ফেন্সিডিল আটকের পর মামলা না দিয়ে গায়েব করে দেওয়ার অভিযোগ উঠেছে।
নাম পরিচয় গোপন রাখার শর্তে এক মাদক ব্যবসায়ী বলেন গত ৬ জানুয়ারী রাত অনুমানিক ১০ টার পরে ২৫০ বতল ফেন্সিডিল মথুরাপুর স্কুল বাজারে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বের হলে একজন পুলিশ ও তিন জন পাবলিক মিলে ধর্মদহ, কাজিপুর ব্রিজ এলাকায় পৌঁছালে ১৮০ বতল ফেন্সিডিল কেড়ে নেই। এ সময় আমি ও আমার গাড়িতে থাকা ব্যক্তি ৭০ বতল ফেন্সিডিল নিয়ে পালিয়ে যায়। পরে জানতে পারি পুলিশের জিনি ছিলেন তিনি এ এস আই হুমায়ন। ফেন্সিডিল গেছে তাতে সমস্যা নাই আমার নামে মামলা হয় নাই এটায় অনেক।
এ বিষয়ে নাম পরিচয় গোপন রাখার শর্তে একাধিক ব্যক্তি বলেন, গত ৬ জানুয়ারী ধর্মদহ গ্রামে যে ফেন্সিডিল উদ্ধার হয় তা এ এস আই হুমায়ন করেছে। আমরা তাকে ঐ দিন রাত অনুমানিক ৯ টার দিকে উপজেলার নাটনা পাড়া বাজার থেকে বিয়েদ বাড়িয়া ব্রিজের দিকে যেতে দেখেছি। এছাড়াও একাধিক ব্যক্তি নিশ্চিত করেন উদ্ধারকৃত মাল আল্লার দর্গা এলাকার একজন মাদক ব্যবসায়ীর কাছে বিক্রিয় হয়েছে।
এ বিষয়ে এ এ আই হুমায়ন বলেন, আমি ঐ সময় আমি থানায় ছিলাম। ফেন্সিডিল উদ্ধারের বিষয়ে আমি কিছু জানি না। তবে নির্বাচনে আগের দিন রাতে তো আপনার মোবাইল টিম ১৭ তে ডিউটি ছিল। তাহলে আপনি থানায় কিভাবে ছিলেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি ঐ সময় থানায় ছিলাম।
এ বিষয়ে মোবাইল টিম ১৭ দায়িত্বরত এস আই হুমায়ন বলেন, গত ৬ জানুয়ারি রাতে এ এস আই হুমায়ন আমার সাথে কাগজোত এলাকায় ডিউটিতে ছিল। তবে মাঝে মাঝে বিভিন্ন কাজে সে থানায় গিয়েছিল।
এ বিষয় দৌলতপুর ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, এ ধরনের কোন ঘটনা আমাদের জানা নাই। এ ধরনের ঘটনা ঘটে থাকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Devoloped By WOOHOSTBD