কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নে আমদহ গ্রামে অবস্থিত এ্যাডো এনজিও বিভিন্ন কৌশলে ঋণ দিয়ে পল্লী উন্নয়নের নামে নিঃস্ব করে দিচ্ছেন গ্রামে অসহায় মানুষ গুলো কে। গ্রামের অসহায় মানুষের ঋণ দিতে জামিদার রাখেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের। ঋণগ্রহীতা কোন কারনে ঋণ শোধ করতে না পারলে কোর্টে ঋণগ্রহীতার নামে মামলা না দিয়ে মামলা করেন জামিনদারের নামে, এতে বিপাকে পড়ছেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এমনি একটি বিষয় ঘটেছে উক্ত ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ জনি জোয়ারদারের সাথে। কামালপুর বাজার জামে মসজিদের সাবেক ইমাম মোঃ আবুল কালাম এর স্ত্রীর নামে এ্যাডো এনজিও একটি ঋণ করেন জার জামিনদার এলাকার প্রতিনিধি হিসেবে মোঃ জনি জোয়ারদার কে করা হয়। ঋণ গ্রহীতা ঋণ পরিশোধ না করায়, ঋণগ্রহীতা নামে কোন মামলা না করে জামিনদারের নামে কোর্টে মামলা দিয়েছে এ্যাডো এনজিও। এতে এলাকার মেম্বার হিসেবে মানহানিকর পরিস্থিতিতে পড়েছেন মোঃ জনি জোয়ারদার। মামলার কপি হুবহু নিম্নে বর্ণিত হলো।
বাদী
অ্যাকশন্ ফর হিউম্যান ডেভেলপমেন্ট
অরগানাইজেশন “এ্যাডো”
ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিঃ-
মোছাঃ নীলা খাতুন
মোকাম কুষ্টিয়ার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত, ভেড়ামারা।
সূত্র: ভেড়ামারা সি. আর 02 / ২০২৩
ম্যানেজার
অ্যাকশন ফর হিউম্যান, ডেভেলপমেন্ট
অরগানাইজেশন, “এ্যাডো”
উপজেলা সড়ক, কুষ্টিয়া সদর, কুষ্টিয়া।
মোবাঃ ০১৮৪৫-৯৮২৪০৪
NID: 3707735449
চেক প্রদানের তারিখ:
১৯/১০/২০২২ ইং
চেক ডিস অনার-এর তারিখ:
৩১/১০/২০২২ ইং
লিগ্যাল নোটিশ প্রদানের তারিখ:
(২১/১১/২০২২ ইং
লিগ্যাল নোটিশ গ্রহনের তারিখ:
২৮/১১/২০২২ ইং
টাকার পরিমাণ: ১,৫০,৭৩৬/=
মামলার কারণ উদ্ভবের তারিখ:
২৮/১২/২০২২ ইং
মোছাঃ নীলা খাতুন
ধারা ৪ ১৮৮১ সালের এন আই এ্যাক্ট এর ১৩৮ ধারা (সংশোধনী
আসামী
মোঃ জনি জোয়াদ্দার
পিতা-মোঃ জাহিদুল জোয়াদ্দার
সাং- কামালপুর,
পোঃ কামালপুর-৭০৪০
থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া।
আরজ এই যে, যাদী একজন সহজ সরল আইন মান্যকারী ও আইনের প্রতি শ্রদ্ধাশীল অ্যাকশন
ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন “এ্যাডো”, কুষ্টিয়া এর ব্যবস্থাপক হইতেছে। পক্ষান্তরে
আসামী একজন ঠগ, মিথ্যাবাদী প্রতারক, বিশ্বাস ভঙ্গকারী ও আইন অমান্যকারী ব্যক্তি হইতেছে। মোছাঃ
আসমা খাতুন, স্বামী- আবুল কালাম আজাদ আসামীকে গ্যান্টার করে মূলধন সংগ্রহের উদ্দেশ্যে অফিসিয়াল
কাগজপত্রে অঙ্গীকারনামা সম্পাদন করে “অ্যাকশন ফর হিউম্যান ডেভেলপমেন্ট অরগানাইজেশন”
“এ্যাডো” এর গ্রামীন ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় আমদহ শাখা, কুষ্টিয়া হইতে গত ইং ২২/১০/২০১৯
তারিখে ১,৭০,০০০/= (এক লক্ষ সত্তর হাজার) টাকা ঋণ গ্রহণ করে। আসামী গ্যান্টার হিসাবে সার্ভিস
চার্জসহ ঋণ পরিশোধের অঙ্গীকার ও স্বীকার করলেও অদ্যবধি পাওনাকৃত ১,৫০,৭৩৬/= (এক লক্ষ
চলমান পাতা নং-২পঞ্চাশ হাজার সাত শত ছত্রিশ) টাকা পরিশোধ করেনি। বাদী প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন মাসে বিভিন্ন সময়ে
পাওনাকৃত ১,৫০, ৭৩৬/= (এক লক্ষ পঞ্চাশ হাজার সাত শত ছত্রিশ) টাকা পরিশোধ করার জন্য জোর
তলব তাগাদা দিলেও আসামী কোন কর্ণপাত না করিয়া আজকাল বলিয়া বিভিন্ন তালবাহানা করিতে থাকে ।
অবশেষে গত ইং ১৯/১০/২০২২ তারিখে পাওনাকৃত উল্লেখিত টাকা পরিশোধের জোর তলব তাগাদা দিলে
আসামী বাদীর প্রতিষ্ঠানের অনুকুলে নিজ স্বাক্ষরযুক্ত অগ্রণী ব্যাংক লিঃ ভেড়ামারা শাখা, কুষ্টিয়া এর
অনুকুলে ১,৫০,৭৩৬/= (এক লক্ষ পঞ্চাশ হাজার সাত শত ছত্রিশ) টাকার একখানা চেক প্রদান করে।
যাহার হিসাব নং-০২০০০০৩০৮৪৬৬৫, চেক নং-4171 ১০৮৭৮০৩, তারিখ- ১৯/১০/২০২২ ইং। উক্ত
চেকখানা নগদায়নের জন্য অগ্রণী ব্যাংক লিঃ ভেড়ামারা শাখা, কুষ্টিয়ায় জমা দিলে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ
গত ইং ৩১/১০/২০২২ তারিখে আপনার হিসাবে “অপযাপ্ত তহবিল” হেতু ডিজ অনার ঘোষনা করে বাদীর
প্রতিষ্ঠানকে ফেরত প্রদান করে। বাদী তাহার নিযুক্ত আইনজীবীর মাধ্যমে গত ইং ২১/১১/২০২২ তারিখে
৩০ দিনের সময় দিয়ে লিগ্যাল নোটিশ প্রদান করিলে আসামীর পক্ষে তমাল নামীয় ব্যক্তি গত ইং
২৮/১১/২০২২ তারিখে লিগ্যাল নোটিশ প্রাপ্তির পরও তাহার চেক গ্রহণ করে নগদ টাকা প্রদান করেন
গ্রহণ করিয়া আমাঠীকে অবগত কয়ে
নাই। গত ইং ২৭/১২/২০২২ তারিখে লিগ্যাল নোটিশের সময়সীমা অতিক্রান্ত হয়েছে। আইনগত ভাবে
২৮/১২/২০২২ ইং তারিখ হইতে মামলার কারণ উদ্ভব হয়েছে। আসামী লিগ্যাল নোটিশের শর্ত মোতাবেক
ঋণ পরিশোধ না করায় বাদী আসামীর বিরুদ্ধে উর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে অত্র মামলা দায়ের করেন।
বিধায় প্রার্থনা হুজুর, উপরোক্ত অবস্থা বিবেচনা করত: এন. আই. এ্যাক্ট এর ১৩৮ ধারার
অপরাধ আমলে লইয়া আসামীর প্রতি গ্রেফতারী পরোয়ানার আদেশ দানে সুবিচার করিতে মর্জি হয়। এ ব্যাপারে ভুক্তভোগী মোঃ জনি জোয়ারদার (মেম্বার) জানান এ্যাডো আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট হয়রানি মূলক মামলা দিয়ে মানহানিকর পরিস্থিতিতে ফেলেছে আমি এর বিচার চাই।
Devoloped By WOOHOSTBD