দৌলতপুর প্রতিনিধি
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ডাংমড়কা দাড়ের পাড়া গ্রামের মারফত মন্ডলের ছেলে মমিন ইসলাম ও তার ভাই এর জমি নিয়ে আদালতে মামলা চলমান অবস্থায় জোর পূর্বক দখলের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে মমিন বলেন, স্বরুপপুর গ্রামের মৃত সামসুদ্দিন মন্ডলের ছেলে ফজলুর রহমান এর সহিত জমি জমা লইয়া বিজ্ঞ দৌলতপুর সহকারী জজ আদালতে দেং ৯৩/২২ নং মামলা চলমান আছে। উক্ত মামলায় আসামী কর্তৃক লোকাল ইনেসপেকশন চাইলে বাদী/বিবাদী এ্যাডভোকেট সহ কমিশনার অন্য ২১/০৬/২০২৩ তারিখে বিকেল আনুমানিক ৩.০০ ঘটিকার সময় সর জমিনে উপহিত হয়। পূর্ব পরি কল্পিত ভাবে তাহার গোন্ডা বাহিনী কে নির্দেশ দিয়ে পলাশ , মোঃ তুহিন, মোঃ শাকিল সহ আর অনেকে সশস্ত্র অবস্থায় দেশীয় অস্ত্রে সজ্জিত হইয়া পূর্ব পরিকল্পিত ভাবে অতর্কিত ভাবে হত্যার উদ্দেশ্য হামলা করে। পলাশ আমার নিযুক্তীয় এ্যাডভকেট মোঃ শামসুল খান কে সহ সকলকে ধাক্কা দেয় এবং আমাদের কুদ্দুস, কিল ঘুষি মেরে কালশিরা দাগ করে দেয়। রনজিত শেখ আমার বড় ভাই আজম আলীর কলার ধরে মাটিতে লুটায়ে ফেলে। এবং তাদের লোকজন এলোপাতারি ভাবে কিল ঘুষি মেরে কালশিরা জখম করে দেয়। উক্ত বিষয়টি তদন্ত করে আমি সঠিক বিচার দাবি করছি।
এ বিষয় এ্যাডভকেট মোঃ শামসুল হক খান বলেন , কমিশন ও আমাদের উপস্থিততে ফজলুর লোকজন হঠাৎ হামলা চালায়। আমার মক্কেলদের আহত করে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। উক্ত বিষয়ে তদন্ত করে বিচার দাবি করছি।
এ বিষয়ে ফজলুল হক বলেন, মমিন যে অভিযোগ করেছে তা ভিত্তিহীন, সেখানে পুলিশ ও কমিশনের লোকজন উপস্থিত থেকে সকল কিছু ঠিক করে দিয়েছেন। আমরা মারামারি করা লোক না এবং আমরা কোন ব্যক্তির উপর হাত তুলি নাই। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আইন যেটা করবে সেটা মেনে নেবো।
Devoloped By WOOHOSTBD