মন্টু রহমান (নিজস্ব প্রতিনিধি) –
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোডাউন মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমে আজ বুধবার বিকেলে ওয়ালটন পণ্য কিনে লটারি বিজয়ীদের মাঝে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলার চলচ্চিত্রের নায়ক আমিন খান। তিনি তার বক্তব্যে বলেন, দেশীয় ওয়াল্টন পণ্য কিনে হোন ধন্য। সবাই দেশ প্রেমের স্বাক্ষর রেখে বিদেশি পণ্যের ক্রয় ও ব্যবহার কমিয়ে দিয়ে দেশীয় পণ্যের প্রতি মনোযোগী হোন। দেশীয় পণ্যের প্রতি মানুষের ভালোবাসা ফিরিয়ে আনা প্রয়োজন। আমাদের দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হলে এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার লক্ষ্য বাস্তবায়নে আসুন এখন থেকে সবাই আমরা সবাই দেশীয় পণ্য ক্রয় করি ও ব্যবহার করি।
তিনি তার বক্তব্যে আরও বলেন ওয়াল্টন কোম্পানি বাজারে পণ্য নিয়ে আসার পর ইলেকট্রনিক্স পণ্য বিশেষ করে ফ্রিজ , এয়ারকন্ডিশন এবং টেলিভিশনের বাজার মূল্য অনেক কমেছে। ইলেকট্রনিক্স পণ্যগুলোর দাম এখন সাধারণ মানুষের হাতের মুঠোয়। চিত্র নায়ক আমিন খান তার বক্তব্যে ওয়ালটন কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তাকে স্বাগত জানানোর জন্য ও সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
স্থানীয় সানরাইজ এন্টারপ্রাইজ এর আয়োজনে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি, কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন রাজু , ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ শামীমুল ইসলাম ছানা এবং ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আব্দুল আজিজ। অনুষ্ঠানে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোকলেসুর রহমান , বিশিষ্ট বালি ব্যবসায়ী নয়ন প্রামাণিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল আলম প্রাইমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও কোম্পানির স্টাফগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা এবং অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে ফ্রিজ কিনে এক লক্ষ টাকার পুরস্কার বিজয়ী মোঃ এনামুল হক এর হাতে তার পুরস্কার তুলে দেন চিত্রনায়ক আমিন খান।
Devoloped By WOOHOSTBD