আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টি’র মনোনীত পার্থী শাহরিয়ার জামিল জুয়েল চষে বেড়াচ্ছেন ৭৫ কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের রাজনৈতিক মাঠ। তার ধারাবাহিকতায় রিফায়েতপুর ইউনিয়ন জাতীয় পার্টি’র আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০অক্টোবর) বিকাল ৪ টার সময় রিফায়েতপুর ইউনিয়নের ঘোড়া মারা ভেড়ামারা বাজার চত্বরে উপজেলা জাতীয় পার্টি’র আহ্বায়ক কমিটির সদস্য খাইরুল ইসলাম ও রিফায়েতপুর ইউনিয়ন জাতীয় পার্টি’র আহ্বায়ক কমিটির সদস্য বল্লোক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির অন্যতম সদস্য , শাহরিয়ার জামিল জুয়েল।
আর উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন পিয়ার, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টি’র সদস্য সচিব নাজমুল হুদা, দৌলতপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আবু বক্কর,আদাবাড়ীয়া ইউনিয়ন জাতীয় পার্টি’র সাধারণ সম্পাদক ওমর ফারুক, দৌলতপুর উপজেলা শাখার জাতীয় যুব সংহতি , সাধারণ সম্পাদক নবীন,যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, , সদস্য সচিব, ওলামা পার্টির সদস্য জিয়াউর রহমান টুটুল, সুমন খন্দকার,জাতীয় ছাত্র সমাজ, দৌলতপুর উপজেলা শাখার সভাপতি শাহাজাদা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শাহরিয়ার জামিল জুয়েল বলেন, দুই দল দেশকে সহিংসতা দিকে ঠেলে দিচ্ছে। দুই দল ২৮ অক্টোবর দলীয় কর্মসূচি ঘোষণা করছে। এতে জাতীয় পার্টি মনে করে দেশে একটি সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হবে। সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলে দেশ ও জনগনের কি লাভ হবে। বিভিন্ন দ্রব্যের অসহনীয় উর্ধগতি লাগামহীন দূর্নীতি সব সরকারী প্রতিষ্ঠান দলীয়করণ করার ফলে সাধারণ মানুষ আজ দিশেহারা। জাতীয় পার্টি এমন ছিলোনা জাতীয় পার্টির শাসন আমলে মানুষ শান্তিতে ছিল তাই আসুন উভয় দলকে ছাড়দিয়ে সংলাপের মাধ্যমে সকল সংকটের সমাধান করি। এবং জাতীয় পার্টিকে ক্ষতায় নিয়ে এসে দেশ ও মানুষকে স্বাধীন করি।
Devoloped By WOOHOSTBD