খুলনা জেলার দিঘলিয়ায় ১৬ বছরের কিশোরীকে অপহরণ ও ধর্ষণ চেষ্টার ঘটনায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ভিকটিম এর মা। দিঘলিয়া থানায় দায়ের কৃত মামলার বিবরণে জানা যায় দিঘলিয়া থানাধীন বারাকপুর ইউনিয়নের লাখোহাটি ২ নং ওয়ার্ডের শরিফুল গাজীর ১৬ বছর বয়সী কন্যা কে একই এলাকার ৩ জন মিলে জোরপূর্বক মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। এ ঘটনায় শরিফুল গাজীর স্ত্রী জুথী বেগম ( ৩৭) বাদী হয়ে দিঘলিয়া থানায় ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরো ২/৩ জন কে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলার বিবরণে আরো উল্লেখ করেন দিঘলিয়া থানাধীন লাখোহাটি মাধ্যমিক বিদ্যালয় পড়ুয়া ১৬ বছর বয়সী জুথী বেগম এর কন্যা কে দীর্ঘদিন যাবৎ একই এলাকার ৩ লম্পট উত্তপ্ত করে আসছিল এমন কি উক্ত কিশোরীকে জোরপূর্ব তুলে নেওয়ার চেষ্টা ও করেছে এবিষয়ে কিশোরীর বাবা শরিফুল গাজী ও স্ত্রী জুথী বেগম বাধা দিলে তাদেরকে হত্যার হুমকি প্রদান করে। সর্বশেষ ১৪ ই জুন সকাল ৮ টার দিকে উক্ত কিশোরী তার লাখোহাটি স্থ তার বান্ধবীর বাড়িতে যাওয়ার পথে একই এলাকার বাসিন্দা সেলিম গাজির পুএ ১। সাকিব গাজী ( ২৫) , ২। রাকিব গাজী ( ৩০) , ৩। বাচ্চু শরিফ এর পুএ মাসুম শরিফ ( ২২) মিলে কিশোরীর পথ আটকে এবং ইজিবাইক থেকে নামতে জোর করে, এক পর্যায়ে সাকিব, রাকিব, মাসুম মিলে জোরপূর্বক কিশোরী কে টেনেহিঁচড়ে ইজিবাইক থেকে নামিয়ে সাকিব গাজী ও রাকিব গাজী মোটরসাইকেল যোগে কিশোরী কে খুলনা কোর্টে নিয়ে যায় এবং সেখানে আগে থেকে অজ্ঞাত আরো ২/৩ জন অবস্থান করছিল এবং কোর্টে থাকা অজ্ঞাত ২/৩ জন সহ উল্লেখিত ৩ আসামী মিলে ১ নং আসামী সাকিব গাজীর সাথে জোরপূর্বক কোর্ট রোটারী এভিডেভিড করে বিবাহ দেয়। এবং ১, ও ২ নং আসামী কেএমপি খুলনার দৌলতপুরে একটি ও কত বাসায় নিয়ে দরজা বন্ধ করে বিবাহিত স্ত্রী হিসেবে ভুল বুঝিয়ে ১, ও ২ নং আসামী উক্ত কিশোরী কে বিবস্ত্র করে ধর্ষন চেষ্টা করে। এবং কৌশলে তার নগ্ন ভিডিও ধারণ করে, কিশোরীর চিৎকারে আসেপাশের লোকজন ছুটে এলে আসামীরা ভিকটিম এর সাথে থাকা ২ লক্ষ ১,৮০০ টাকার স্বর্ণালংকার নিয়ে নেয় এবং কিশোরী কে মোড়ল মার্কেট নামক ফুলবাড়িগেট খেয়াঘাটে ফেলে রেখে যায়। এবং কিশোরী বাড়িতে এসে সব ঘটনা মা জুথী বেগম কে খুলে বলে। এবং মা জুথী বেগম বাদী হয়ে দিঘলিয়া থানায় ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞত আরো ২/৩ জন কে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উক্ত মামলা দায়ের করে। মামলা নং- ৭। তাং- ১৭/৬ ২৫ ইং।
Devoloped By WOOHOSTBD