স্টাফ রিপোর্টার:
তাহিরপুর থানার এসআই পলাশ চন্দ্র দাশ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৩৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ও ৪টি স্টিল বডি নৌকাসহ ১ জনকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত হলেন তাহিরপুর থানার ঘরকাটি (ঘাগড়া) গ্রামের আমির আলী (২৭)। গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) বেলা সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানাধীন ঘাগটিয়া আদর্শ গ্রামস্থ যাদুকাটা নদীর পশ্চিম পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামির নিকট থেকে ৩৫০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ৪টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক মূল্য ১১ লক্ষ ৩ হাজার ৫০০ টাকা। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ অজ্ঞাত পলাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD