সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার অবৈধ ১টি কোনা জাল পুড়িয়ে ছাই।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা বিভিন্ন হাওরে অভিযান চালিয়ে একটি কোনা জাল আটক করেন উপজেলা মৎস্য অফিসার মোঃ ইউছুফ আলী, তাহিরপুর থানা পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাগন।
দুইদিন বৃষ্টির থাকার কারণে জাল শুকিয়ে রবিবার দুপুর ১ টার দিকে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আগুনে পুড়িয়ে ছাই করা হয়।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা মৎস্য অফিসার মোঃ ইউছুফ আলী বলেন,জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। তবে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে মৎস্য সম্পদ রক্ষায় ও মৎস্য বৃদ্ধির জন্য কাজ করতে হবে। মৎস্য নিধন আইন মানলে হাওর এলাকায় মৎস্য বৃদ্ধি পাবে।
Devoloped By WOOHOSTBD