রাজশাহীর তানোর পৌরসভার ৫নাম্বার ওয়ার্ড বাংলাদেশে জামায়াতে ইসলামীর উদ্যোগে নৌকা ভ্রমণ করা হয়।
আজ শনিবার সকাল ৮টার সময় গোল্লপাড়া ব্রিজ থেকে নৌকা যোগাযোগ চৌবাড়িয়া ব্রিজ এর উদ্দেশে তানোর পৌরসভার ৫নাম্বার ওয়াডের নেতা কমী নিয়ে যাত্রা শুরু করেন। উক্ত নৌকা ভ্রমণে সভাপতিত্ব করেন.তানোর পৌরসভার ৫নাম্বার ওয়াডের সভাপতি মাওঃ মোঃ আফজাল হোসেন। প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন. তানোর পৌরসভার আমিন অধ্যাপক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন.মোঃ মাজিদুল ইসলাম পারিশো.সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন তানোর উপজেলা শাখা।অনুষ্ঠানটি পরিচালনা করেন. মোঃ মাহবুব চৌধুরী সেক্রেটারি ৫নাম্বার ওয়াড তানোর পৌরসভার।
Devoloped By WOOHOSTBD