জয়পুরহাট প্রতিনিধিঃ সম্পা মহন্ত।
মানুষ মানুষের জন্য, জীবন জীবন এর জন্য।
প্রথমেই স্মরণ করছি পরলোকগত দুই সহযোদ্ধা তন্ময় রজক ও সন্জিৎ কুমার কে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রতিষ্টাকালে এবং খাবার বিতরণে সক্রিয় ভূমিকা রেখেছিলো।
এই দেশ হোক ক্ষুধা মুক্ত, এ বিশ্ব হোক ক্ষুধা মুক্ত। আমাদের সৌহার্দ্যপূর্ণ পার্শ্বপারিক ভালোবাসায় সেটা সম্ভব। সেই লক্ষ্যে বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ও ছাত্র পরিষদ এর তত্ত্বাবধানে এবং সকলের সার্বিক সহযোগিতায় প্রতি বৃহস্পতিবার দুপুর ২ঃ০০ টায় রেল স্টেশন ও সদর রোড এর আশেপাশে “অন্নপূর্ণা ভান্ডার ” হতে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। আজকে অন্নপূর্ণা ভান্ডার হতে ৫২ তম সপ্তাহের খাবার বিতরণ করা হয় অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডারের আজকে বর্ষপূর্তি (সে উপলক্ষে কেক কাটা হয়)।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিষ্টি ভাষী বিশিষ্ট সমাজ সেবক তিতাস মোস্তফা। উদীচি শিল্পী গোষ্ঠী জয়পুরহাট জেলা সংসদের সাধারণ সম্পাদক তমাল আহমেদ। হিন্দু যুব পরিষদ জয়পুরহাট জেলা শাখার আহবায়ক গোবিন্দ বাঁশফোর, যুগ্ম আহবায়ক প্রদীপ কুন্ডু, যুগ্ম আহবায়ক রতন রায়, যুগ্ম আহবায়ক বীরেন চন্দ্র পাহান যুগ্ম আহবায়ক প্রান্ত ঠাকুর। সদস্য সচিব অন্তর কুমার। হিন্দু যুব পরিষদ উপজেলা শাখার সভাপতি জীবন মহন্ত, পৌর যুব পরিষদের সাধারণ সম্পাদক পিয়াস মহন্ত। ছাত্র পরিষদের সভাপতি সম্পা মহন্ত সহ সংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা।
Devoloped By WOOHOSTBD