জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যগণের উপস্থিতিতে স্মরণ সভা ও দোয়া অনুষ্টিত হয়েছে।
শনিবার(৭ ডিসেম্বর)বিকালে মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ স্মরণ সভা ও দোয়া অনুষ্টিত হয়।সভায় ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে অংশ নিয়ে মধ্যনগর উপজেলার শাহাদত বরণকারী একমাত্র শহীদ আয়াতুল্লাহ’র বাবা হাজ্বী সিরাজুল ইসলাম ও আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মো.অপি মিয়াকে উপজেলা প্রশাসনের পক্ষে ফুল দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি)মো.অলিদুজ্জামান।এসময় তাদের পরিবারের সদস্যসহ বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন মধ্যনগর থানা জামে মসজিদের ইমাম হাফেজ মো.সাইফুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ অলিদুজ্জান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,শহীদ আয়াতুল্লাহ’র পিতা হাজ্বী মোঃ সিরাজুল ইসলাম,গণ-অভ্যুত্থানে গুলিবিদ্ধ আহত মোঃ অপি মিয়া,উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো.আব্দুল হামিদ তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবুল বাশার,বিএনপি নেতা মোঃ মোশাহিদ তালুকদার,জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এম এ শহিদ,বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি মোঃ ফজলে রাব্বি ও মোঃ রাজেল মিয়া,হেফাজতে ইসলাম মধ্যনগর উপজেলা শাখার ধর্মবিষয়ক সম্পাদক মোঃ নুরুজ্জামান, দক্ষিণ বংশিকুন্ডা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন,জামায়াতে ইসলাম বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের সভাপতি মোঃ আলী হোসেন,মধ্যনগর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি মোঃ আতিক ফারুকী, পূজা উদযাপন কমিটির সভাপতি দেবল কিরণ তালুকদার,গলহা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.তিতাস মাহমুদ প্রমুখ।
Devoloped By WOOHOSTBD