জাগো নারী ফাউন্ডেশন চেয়ারম্যান মানবাধিকার কর্মী আমেরিকা প্রবাসী বিশিষ্ট সামাজ সেবিকা নুর উন নাহার মেরীর পরম শ্রদ্ধেয় পিতা মরহুম লেঃ এম এন ইসলামের ৪৩ তম মৃত্যু বার্ষিকী ও মমতাময়ী মা বেগম তাহমিনা ইসলামেরের চতুর্থ ( ১লা ফেব্রয়ারী ) মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে তাদেঁর বিদেহী আত্মার শান্তি কামনায় পবিত্র কোরান খতম ও দোয়া মহফিল এর আয়োজন করা হয়েছে। জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন হারগিলা হাই স্কুল ময়দানে । অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে
উপস্হিত হয়েছেন সুদুর আমেরিকা খেকে প্রঁযাত এম এন ইসলাম ও বেগম তাহমিনা ইসলাম দম্পতির সেঝো মেয়ে নাছিমা আখতার রোজী ,লন্ডন খেকে এসেছেন কনিষ্ঠ মেয়ে নাছরীন আজীজ ডলি ।
চার পুত্র সন্তানের মধ্যে কমান্ডর (অবঃ ) বাঃ নৌবাহীনী তৌহিদুল ইসলাম ঢাকা থেকে এসে উপস্হিত হয়েছে ।
এবং তার ছোট তিন ভাই এর মধ্যে তারেকূল আলম অপু ,তাসাদ্দকূল ইসলাম দীপু ও তানভিরুল ইসলাম লীপু এসেছে সুদূর আমরিকা থেকে ।
মরহুম পিতা প্রয়াত হওয়ার ৪২ বৎসর পর এই প্রথম বার তার পাঁচ সন্তান একসাথে মরহুম মাতা পিতার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এ দোয়া মহফিলে অংশ গ্রহন করার সুবর্ন সুযোগ লাভ করেছে ।
এই মহতি সংগঠক এম এন ইসলাম ও বেগম তাহমিনা ইসলাম কল্যান সংস্হার প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান নূর উন নাহার মেরী
, বর্তমানে শারীরিক
অসুস্হতা জনিত কারনে যুক্ত রাষ্ট্র্রে অবস্হন করছেন ও চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন রয়েছেন।
এম এন ইসলাম ও বেগম তাহমিনা কল্যান সংস্হার মাধ্যমে মরহুম পিতার জীবনের
সকল স্বপ্ন ও সাধনা জীবনের সকল আদর্শ ও দর্শন চেতনায় ধারন করে বিগত ৩৫ বৎসর যাবত। সমাজের ও মানবতার কল্যানে গঠন মূলক রাজ করে চলেছ (সম্পূর্ন নিজ্স্ব অর্থায়নে) এগিয়ে চলেছে দৃঢ শপঁথ নিয়ে নির্ভিক চিত্তে বাবা মার জীবন দর্শন ও আদর্শ কে চেতনায় ধারন করে বুকের গভীরে তা লালন করে বাস্তবে পালন করে যাওয়ার দৃঢ অঙ্গীকার নুর উন নাহার মেরীর। এম এন ইসলাম ও তাহমিনা কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। হাফিজ মোঃ নুরুন্নবী। দোয়া মাহফিলে এলাকার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও মরহুমদ্বয়ের আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD