সরকার কর্তৃক অনুমোদিত জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (জেএসকেএফ) এর বাগেরহাট জেলা শাখার ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার (২০ মে ২০২৪) সভাপতি মিজানুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি কবির আকবর পিন্টু , সহ-সভাপতি সেকেন্দার মোড়ল,যুগ্ম সাধারণ সম্পাদক আবু তালেব শেখ,যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল শেখ সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শেখ, কোষাধ্যক্ষ রিয়াদ মোড়ল, দপ্তর সম্পাদক আরিফ ঢালী, প্রচার সম্পাদক আব্দুল্লাহ শেখ, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফয়সাল উদ্দিন, ক্রিয়া সম্পাদক সাগর শেখ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক তৌকির আহম্মেদ, মহিলা বিষয়ক সম্পাদক লায়লা সুলতানা। সদস্য হিসেবে আছেন রাকিবুল ইসলাম সুমন, কুতুব উদ্দিন, শেখ জুয়েল, মহসিন শেখ এবং সাকিব হাসান জনি।
উল্লেখ্য যে, সাংবাদিকদের যাবতীয় অধিকার নিশ্চিত করণ সহ ১৩ দফা দাবি নিয়ে গড়ে ওঠে জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের বাগেরহাট জেলা-কমিটি গঠন। ২০০৯ ইং সনে সংগঠনটি সরকারি নিবন্ধনভূক্ত হয়। জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন সব সময় সাংবাদিকদের বিপদে-আপদে পাশে থাকবে।
Devoloped By WOOHOSTBD