রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: হাজার বছরের বাঙালি জাতির ইতিহাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন্যতম শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধু ও বাংলাদেশ প্রকৃত অর্থেই অভিন্ন ও একাত্ন। বাংলাদেশের কথা বলতে গিয়ে অনিবার্যভাবে এসে যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নাম।
মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে। তাই জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল কলেজের সার্বিক সহযোগিতায় র্যাব-৫, রাজশাহী কর্তৃক অদ্য ১৫ আগস্ট ২০২৩ ইং তারিখে সকাল ১০ ঘটিকায় র্যাব-৫ এর এম আই রুমে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত রক্তদান কর্মসূচিতে ব্যাটালিয়ন সদরসহ, সিপিসি-১, সিপিসি-২, সিপিসি-৩ এবং সিপিএসসি কোম্পানীর মোট ৩৫ জন র্যাব সদস্য স্বেচ্ছায় রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করেছেন রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
রক্তদান কর্মসূচীতে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ ও র্যাব-৫, রাজশাহীর অধিনায়ক লেঃ কর্নেল রিয়াজ শাহ্রিয়ার, পিএসসি, জি উপস্থিত ছিলেন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন র্যাব-৫ এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কর্তৃক ১৫-ই আগষ্ট জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকীতে রক্তদান কর্মসূচির বিষয়টি আজ মঙ্গলবার (১৫-ই আগষ্ট, ২০২৩ ইং) সিপিসি র্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
RUHUL AMIN, DHAKA-15/08/2023
Devoloped By WOOHOSTBD