সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার টাঙুয়ার হাওরের একাংশ সোনাডুবি বিলে স্থানীয় প্রভাবশালীদের একটি দল অবৈধভাবে ঢুকে সেখানে থাকা চারজন পাহারাদারের উপর দেশীয় দাঁড়ালো অস্ত্র দিয়ে হামলা করে গুরুতর জখম করাসহ জলমহালের মাছ লুট করে নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে।
গত বৃহস্পতি দিবাগত রাত সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তাঁরা।পরে স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে রাতেই প্বার্শবর্তী কলমাকান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা করান।
উপজেলার রংচী গ্রামের মো.শুক্কুর আলীর তিন ছেলে আজিম উদ্দিন,নাজিম উদ্দিন ও কাজিম উদ্দিনের নেতৃত্বে ২০ থেকে ৩০ জন মিলে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
টাংগুয়ার হাওর রংচী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ও তাহিরপুর উপজেলা প্রশাসনের সাথে কথা বলে জানাগেছে,সোনাডুবি বিলটি প্রতিবছরই তাহিরপুর উপজেলা প্রশাসন থেকে টাংগুয়ার অন্তর্ভুক্ত মৎস সমবায় সমিতিকে ফারমিটের মাধ্যমে মাছ শিকারের জন্য ইজারা প্রদান করে।এবছর তাহিরপুর উপজেলা প্রশাসন থেকে ৯জানুয়ারি এ বিলটির মাছ শিকারের ফারমিট পায় টাংগুয়ার হাওর রংচী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্যরা।ফারমিট পেয়ে বিল দখলে নেন সমিতির সদস্যরা।সমিতির সদস্যরা বিল দখলে নেওয়ায় অবৈধভাবে মাছ শিকার করার সুযোগ হারান আজিম উদ্দিনের লোকজন।এ নিয়ে আগে থেকেই আজিম উদ্দিনের লোকজন ফারমিট পাওয়া সমিতির লোকজনকে নানানভাবে হুমকি দিয়ে আসছিলেন।হুমকি পেয়ে হামলার আগের দিন সমিতির সদস্য ইকবাল হোসেন বাদী হয়ে এ ব্যাপারে মধ্যনগর থানায় একটি অভিযোগও দায়ের করেছিলেন বলে জানান তারা।অবৈধভাবে মাছ শিকারের সুযোগ না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছেন বলে দাবী সমিতির লোকজনের।হামলায় টাংগুয়ার হাওর রংচী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য মো. ইকবাল হোসেন,মো.রাসেল মিয়া,মো.রহিছ মিয়া ও হোসাইন গুরুতর আহত হয়েছেন।
ফারমিট পাওয়া সমিতির সভাপতি মো.আব্দুল হাই জানান,’আমরা জলমহালরটির ভ্যাটসহ সম্পূর্ণ খাজনা পরিশোধ করেছি।ফারমিট পাওয়া বিলে অবৈধভাবে মাছ শিকার করতে বাঁধা দেওয়ায় পরবর্তীতে পরিকল্পিতভাবে তাঁরা এ হামলার ঘটনা ঘটিয়েছেন।’
তবে পরিকল্পিত হামলার কথা অস্বীকার করে বিবাদী পক্ষের আজিম উদ্দিন বলেন,’আমদেরও দুইজন আহত হয়েছে।তারাও সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি আছে।’
তবে তাদের কেউ রক্তাক্ত জখম হয়নি বলেও জানান তিনি।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সজিব রহমান জানান,’ঘটনাটি শোনেছি।ঘটনাস্থলে আমাদের ফোর্স গিয়েছিল।এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।’
Devoloped By WOOHOSTBD