জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায় ২২ বছর পর ১৯জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়। আজ ২৯ এপ্রিল সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোঃ নূরুল ইসলাম এ রায় প্রদান করেন। এ আদালতের সরকারি কৌসুলী এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের। এদের মধ্যে ২জন পলাতক রয়েছেন।
মামলার বিবরণের জানাযায়,২০০২ সালের ২২ নভেম্বর রাতে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের সামসুদ্দিনের পুত্র আব্দুর রহমানকে ধানের জমিতে পূর্ব শত্রুতার জের ধরে আসামী আলমের বাড়িতে ধরে নিয়ে যায় অন্যান্য আসামিরা। এরপর সেখানে আটকে রেখে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে এবং পা দিয়ে বুকে পেটে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক আজ এ রায় প্রদান করেন।
Devoloped By WOOHOSTBD