• সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামে ক্যাব বিভাগীয় ভোক্তা অধিকার সম্মেলনে বক্তারা।। সীতাকুণ্ডে অগ্নিকান্ডে৬ বসতঘর পুড়ে ছাই জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনাসভা অনুষ্টিত লক্ষীপুর জেলা ডিবি পুলিশের এসআই আশরাফুলের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৪ পেলেন সুনামগঞ্জের রাকিব আলী সীতাকুণ্ডে সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু  দৈনিক হালচাল পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে নিয়োগ পেলেন সাইফুল ইসলাম মধ্যনগরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যাবসায়ীকে জরিমানা ফ্রান্সে নানা আয়োজনে উদ্বোধন হলো বাংলা ম্যারেজ ব্যারো তাহিরপুরে নানা আয়োজনে প্রতিবন্ধী দিবস পালিত

জমে উঠতে শুরু করেছে ঈশ্বরদীর লিচু বাজার

Muntu Rahman / ১০৪ Time View
Update : সোমবার, ২০ মে, ২০২৪

মোঃ খায়রুল বাশার (মিঠু)

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

উত্তরবঙ্গের লিচুর রাজধানী খ্যাত পাবনার ঈশ্বরদী লিচু বাজার গুলোতে এবার লাল টস টসে লিচুতে রঙিন হতে শুরু করেছে। আজ ২০শে মে (সোমবার) জয়নগর শিমুলতলা সহ আওতাপাড়া লিচু বাজারে ভোর থেকেই বেড়েছে ক্রেতা-বিক্রেতা, আড়দার ফড়িয়াদের আনাগোনা। বেলা গড়াতেই দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে ঈশ্বরদী লিচু।

ঈশ্বরদী জয়নগর শিমুলতলা লিচু বাজারে দর্শনা থেকে আগত লিচু ফরিয়া মোতালেব জানান, প্রতি বছরের ন্যায় তিনিও এবার শিমুলতলা লিচু বাজারে লিচু ক্রয় করছেন, দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট থাকলেও তিনি মনে করেন, বাজারের লিচুর আমদানি বাড়লে, দাম কমে আসবে।
লিচু আড়তদার রহমান মাসুদ ও শাহজাহান আলী জানান, বাজার দেশি লিচু (আটি লিচু) আমদানি বাড়ছে প্রথম দিকে লিচুর আমদানি কম হওয়ার দাম বেশি ছিল এখন লিচুর আমদানি বাড়ায় দাম কিছুটা কম।
তিনি আরো জানান, দেশি লিচুর পাশাপাশি বোম্বাই জাতের লিচু বাজারে উঠতে শুরু করেছে এতে দু-একদিনের মধ্যেই লিচু বাজার পরিপূর্ণভাবে জমে উঠবে। লিচু চাষী জালাল উদ্দিন জানান,একটি বড় লিচু বাগান আছে তার যেখানে ৫ টি দেশি লিচু গাছ ও ২০ টি বোম্বাই জাতের লিচু গাছ আছে। আজকে বাজারে তিনি দেশি লিচু নিয়ে আসলেও লিচুুরর মান ভালো ছিল না। তিনি বলেন, অতিমাত্রায় তাপ এবং অনাবৃষ্টির কারণে লিচুর ফলন বাড়েনি। লিচুগুটি অবস্থায় অনেক লিচু ঝরে যায়, এতে ফলন কমে আসছে।
লিচু ব্যবসায়ী রিয়াজুল ইসলাম (জুয়েল) বলেন,প্রতিবারের মতো তিনি কয়েকটি লিচু বাগনান ক্রয় করেছেন তবে শুরুতে গাছে মুকুল বেশি থাকলেও সময় মতো বৃষ্টি না হওয়া এবং অতিমাত্রায় তাপদাহের কারণে লিচুর মুকুল ও গুটি ঝরে যায়। প্রয়োজনের চেয়েও গাছে বেশি সেচ ও পরিচর্যা দিয়ে লিচু বড় করেছেন। এখন বাজারে আনতে শুরু করেছেন বর্তমানে যে দাম চলছে তাতে তিনি সন্তুষ্ট, তবে এর চেয়ে দাম নিচে নেমে গেলে লোকসান হবে বলে জানান।
ক্ষতির কারণ হিসেবে তিনি জানান, লিচু পরিচর্যা সার বিষ কীটনাশক পরিবহন দাম বৃদ্ধি হওয়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে। বোম্বাই জাতের লিচু ৩০০০ টাকার উপরে বিক্রি করলে লাভবান হবেন হবেন। তিনি আশা করেন বাজার এ অবস্থায় থাকলে আগামী ২-৩ সপ্তাহের মধ্যেই তিনি লিচু বিক্রি করে শেষ করতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD