লালমনিরহাট জেলাধীন পাটগ্রাম উপজেলার কুছলীবাড়ী ইউনিয়ন ২ নং ওয়ার্ড পাবনা পাড়ায় বাস করতেন দিনমজুর কছির উদ্দিন। ২০২২ সালে জেলা জজ আদালত লালমনিরহাটের, জেলা জজ বজলুর রহমানের রায়ে দীর্ঘদিন পর পৈতৃক সম্পত্তি ফিরে পান দিনমজুর কছির উদ্দিন(৫০)। এস এ খতিয়ান নাম ৫৬, এস এ দাগ নং ৮২৫৮ এবং জমির পরিমাণ ২.৯৯ একর। নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ফোর্স মিস্টার আব্দুর রশিদ সরকার অ্যাডভোকেট কমিশনার নাজির এর সহায়তায় দখলি কার্যক্রম সম্পন্ন হলে স্ত্রী সন্তান নিয়ে সেখানেই বসবাস শুরু করেন কছির উদ্দিন। হাওলা তং ২৫/১২/২২ ফেরত তাং ৩০/১০/২২। কিন্তু গত ২৪ শে আগস্ট কোর্টের রায়কে উপেক্ষা করে দিনমজুর কছির উদ্দিন এর বসতবাড়ি জোজবস্ত উচ্ছেদ করেন পাবনা পাড়ার ১। আফাজ উদ্দিন(৫০) ২। মো: আব্দুল আজিজ(৪৮) ৩। আয়বা বেগম(৩৪) ৪। মমিনা খাতুন ৫। আমেনা খাতুন ৬। হাবিবুল ইসলাম ও ৭। নূরুল ইসলাম। জানা যায় গত ২৪ আগস্ট কছির উদ্দিন এর স্ত্রী সন্তানকে জোরজবস্ত বাড়ি থেকে বের করে দিয়ে বসতবাড়ি ভাঙচুর লুটপাট এবং পরে তাদের মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেন। ইমোত অবস্থায় দেশের এই অস্থিতিশীল পরিবেশে রাজনৈতিক দলগুলোর কর্মীদের দ্বারে দ্বারে গিয়েও পৈতৃক সম্পত্তি ফিরে পাচ্ছে না দিশেহারা কছির উদ্দিন। ভুক্তভোগী কসির উদ্দিন জানান জজ কোর্ট থেকে রায় পাওয়ার পরেও অবৈধভাবে তার ভূমি দখল করে আছে পাবনা পাড়ার ভূমিদস্যরা।
সি ডি নং ১০৬১/২০২৩, মোকাদ্দমা নং ৫১/২০১৫।
আদর্শের নং ৯, তারিখ ৮/২/২০১৭ ইং
Devoloped By WOOHOSTBD