ভেড়ামারা প্রতিনিধি – বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক প্রাথমিক বৃত্তি পরিক্ষা ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে ১ম দিনে পরীক্ষা কেন্দ্রের পরিদর্শন নাকি ফটোসেশান? এই কেন্দ্রের ফটোসেশান অবিভাবক এবং সুধী সমাজ কে অবাক করেছে। এ নিয়ে শুরু হয়েছে নানা কথা,,,।
এই ফটোসেশানই বলে দিচ্ছে ছাত্র ছাত্রীরা লেখা বাদ দিয়ে মনোযোগ কোনদিকে? পরীক্ষার রুমে এমন দলবদ্ধ ভাবে ফটোসেশান এর যুক্তি আছে বলে অবিভাবকদের মত আমাদের মনে হয় না। অবিভাবকদের বক্তব্য পরিদর্শন করুন, পরিদর্শন এর মত কিন্তু আমরা এমন পরিদর্শন চাই না, যে পরিদর্শন এর নামে কোমলমতি শিশুদের পরীক্ষা বাদে মনঃসংযোগ অন্যদিকে চলে যায়?
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ভেড়ামারা শাখার নেতৃবৃন্দের নিকট অবিভাবক মহলের পক্ষ থেকে আহবান জানাচ্ছি এমনকিছু করবেন না, যা বিতর্কিত হয়।
Devoloped By WOOHOSTBD