সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকা গাজীপুর পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন লক্ষ্মীপুর কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের মোঃ মাজহারুল ইসলাম ওরফে আজগর আলী। তিনি একই গ্রামের আবদুল খালেক মিঝির ছেলে।
সে গত ০৫ আগষ্ট ২০২৪ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকা গাজীপুর পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন। তার গ্রামের বাড়ীতে তাকে দাপন করা হয়। তার জানাযায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শোক প্রকাশ করেন। গত কাল কমলনগর উপজেলা বিএনপি লক্ষ্মীপুর ৪ (রামগতি-কমলনগর) সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান দেওয়া নগদ অর্থ সহয়তা তার বাবা হাতে তুলেদেন কমলনগর উপজেলা বিএনপি নেতৃবৃন্দ। এসময় তার কবর যিয়ারত করেন কমলনগর উপজেলা বিএনপি আহবায়ক মো: গোলাম কাদের,সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী,যুগ্ম আহবায়ক মো: দিদার হোসেন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবিরসহ কমলনগর উপজেলা বিএনপি অনান্য নেতাকর্মী বৃন্দ।
কমলনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত আজগরের পরিবার কে বিএনপি কেন্দ্রীয় নেতা রামগতি ও কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজানের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহয়তা করা হয়েছে। আগামী দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কমলনগর উপজেলা নিহত আজগরের পরিবার পাশে থাকবো।
Devoloped By WOOHOSTBD