চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
গ্রেফতারকৃত আসামী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় খুচরা এবং পাইকারী হিসেবে সরবরাহ করতো। গ্রেফতারকৃত ব্যক্তির বাড়ী সীমান্ত নিকটবর্তী হওয়ায় অতি সহজেই মাদক সংগ্রহ করে নিজেদের সংরক্ষণে রেখে দিত। পরবর্তীতে সংগ্রহকৃত মাদক বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা এবং পাইকারী দরে সরবরাহ বিক্রি করত। র্যাবের নিকট এরূপ গোয়েন্দা তথ্য আসে যে, উক্ত মাদক ব্যবসায়ীরা মাদক সংগ্রহ করে সরবরাহের জন্য তার নিজ বসত বাড়ীতে সংরক্ষন করে রেখেছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক উক্ত আসামীর বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তাদের বাড়ী তল্লাশী করে উল্লেখিত আলামত সহ তাদেরকে গ্রেফতার করে।
০৫ জুন ২০২৪ ইং তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন কানসাট মিলিক বাগান বাড়ী গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে ১। মোঃ মিজানুর রহমান মিজান (৫০), পিতা- মৃত এন্তাজ আলী, মাতা-মৃত জহরন,সাং-কানসাট বাগানবাড়ি, থানা- শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ’কে হেরোইন-১০০ গ্রাম এবং মাদক বিক্রয়ের ৩,৩১,০০০/- টাকা সহ গ্রেফতার করে।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
Devoloped By WOOHOSTBD