মো: সালাহউদ্দীন কানন : অবশেষে অনেক অপেক্ষার পর চাঁদগ্রাম জিকে ৩ নং ব্রিজের উপর নির্মিত অস্থায়ী বেলী ব্রিজটি পুনর্নির্মাণ করা হলো। কর্তৃপক্ষকে বারবার দৃষ্টি আকর্ষণ করার পর অবশেষে ভেঙে যাওয়া লোহার পাতটি পরিবর্তন করে বালি, ইট ও বালির বস্তা দিয়ে ভঙ্গিল জায়গাটি মেরামত করা হয়। তবে বেলি ব্রিজটির মাঝখানের আরো দুটি লোহার পাত এবং পাশের পাতগুলি ভঙ্গিল অবস্থায় আছে। তাই অনতিবিলম্বে জনগণের দুর্ভোগ লাঘবের জন্য এই ব্রিজটি অচিরেই নতুনভাবে র্নির্মাণ করতে সংশ্লিষ্ট সড়ক ও জনপদ বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি।
Devoloped By WOOHOSTBD