চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট হতে মীরসরাই উপজেলার বঙ্গবন্ধু ইকোনমিক জোন পর্যন্ত মেরিন ড্রাইভ সড়ক দ্রুত নির্মাণ অথবা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সীতাকুণ্ড অংশে বড় দারগাহাট হতে সিটি গেইট পর্যন্ত ৩৭ কি.মি এলিভেটেড এক্সপ্রেসওয়ে/ পাহাড়ের পাদদেশে বিকল্প সড়ক করার দাবিতে সংবাদ সম্মেলন করবে সীতাকুণ্ড নাগরিক সমাজ। সম্মেলনটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম প্রেসক্লাবের (এস রহমান হল এ) আগামীকাল (২৪ এপ্রিল) বুধবার সকাল ১০.৩০ মিনিট থেকে এই সংবাদ সম্মেলনটি সীতাকুণ্ড নাগরিক সমাজের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।ঊল্লেখ্য,সীতাকুন্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ১০লেইনে উন্নীত (সীতাকুন্ড অংশ) বিষয়ে বিকল্প প্রস্তাব নিয়ে সীতাকুন্ড নাগরিক সমাজের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।তারই ধারাবাহিকতায় আগামীকাল(বুধবার)এ সংবাদ সম্মেলন।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।
তাং-২৩/০৪/২০২৪
Devoloped By WOOHOSTBD