সাগর আহমেদ
কোথায় আমার জন্ম
কোথায় এর শেষ
কোথায় আমার চিরচেনা
সেই সবুজ মাঠের রেশ
যেথায় মোর প্রাণ
কাটে বড় বেশ
জন্মেছি মোর বাংলার বুকে
যেথায় প্রাণের নাহি কভু শেষ
কাটে যে প্রাণ দুলিয়া
অদৃশ্য বাঁধনে বাধিয়া
মনে -প্রাণে সর্বক্ষণ
ভাবি তোমায় কথা সারাক্ষণ
Devoloped By WOOHOSTBD