আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গীপাড়া) আসনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) দুপুর ২ টায় কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসার ফেরদৌস ওয়াহিদের হাতে শেখ হাসিনার পক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ মনোনয়নপত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার, প্রধানমন্ত্রী এপিএস ২ হাফিজুর রহমান লিকু, উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস,সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান হাজরা, বীর মুক্তিযোদ্ধা ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী লুৎফর রহমান শেখ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন হাজরা, উপজেলা আওয়ামী লীগ নেতা কমল সেন, সজাহাঙ্গীর হোসেন সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগের বিপুল সংখ্যক নেতা- কর্মী উপস্থিত ছিলেন।
Devoloped By WOOHOSTBD