আবু নাইম শাহ, স্টাফ রিপোটার
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে বয়স উত্তীর্ণদের দিয়ে নতুন কমিটি ঘোষনাকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে ।
গত (২৯ জুলাই) শনিবার রাতে গোপলঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার একক স্বাক্ষরিত স্বপন তালুকদার কে সভাপতি ও শামিম দাড়িয়া কে সাধারন সম্পাদক উল্লেখ করে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষনা করা হয়।
(৩০ জুলাই) রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সামনে সড়ক অবরোধ করে এবং পরে দলীয় অফিসের সামনে ছাত্রলীগের একাংশ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে ।
বিক্ষোভের এক পর্যায় দুপুর ১২ টায় নতুন কমিটির সভপতি স্বপন তালুকদার ও সাধারন সম্পাদক শামিম দাড়িয়ার সমর্থকরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে আসলে বিক্ষোভ রত ছাত্রলীগের কর্মিদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুরো এলাকা রন ক্ষেত্রে পরিনত হয়। পরে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উপজেলা দলীয় কার্যালয় ভাংচুর করা হয় । তবে এ সংঘর্ষে উভয় গ্রুপের দাবী তাদের অনেক নেতা কর্মি আহত হয়েছে । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রন থাকলেও এলাকায় থমথম অবস্থা বিরাজ করছে । এঘটনায় কোটালীপাড়া উপজেলায় উত্তেজনা দেখা দেয়ায় অতিরিক্ত পুলিশ মতোয়ান করা হয়েছে।
বিক্ষোভকারীর ছাত্রলীগের একাংশ উপজেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াদুল নিজামি, পৌর ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক লালন শেখ, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব শেখ, কলেজ ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক টি এম শফিকুল ইসলাম শফিক অভিযোগ করে বলেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামির হামজার স্বাক্ষর না নিয়ে নিয়মবহির্ভূত ভাবে রাতের আধারে জেলা ছাত্রলীগের সভাপতির একক স্বাক্ষরে যাদের সভাপতি ও সম্পাদক করা হয়েছে বাংলাদেশ ছাত্রলীগে গঠনতন্ত্রের পরিপন্থি, কারন হিসেবে তারা উল্লেখ করেন ছাত্রলীগের গঠনতন্ত্রে বয়স নির্ধারন রয়েছে ৩১ কিন্ত’ যাদের কে দিয়েছে তার মধ্যে সভাপতি স্বপন তালুকদারের বয়স ৩৫ বছর ও সাধারণ সম্পাদক শামিম দাড়িয়ার বয়স ৩২ বছর । তাই আমরা এই কমিটি অতিবিলম্বে প্রত্যাহারের দাবি এবং আমাদের বিক্ষোভ চলাকালীন সময়ে নিয়মবহির্ভূত নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক তার সমর্থকদের নিয়ে অতর্কিত হামলা চালিয়েছে এর সঠিক বিচারের দাবি জানাই।
এবিষয়ে জানতে চাইলে সদ্য দায়িত্ব পাওয়া সাধারণ সম্পাদক শামিম দাঁড়িয়া বলেন, কমিটি ঘোষণার পর থেকে পদবঞ্চিত একটি পক্ষ বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করছে। গতকাল রাতে আওয়ামী লীগ কার্যলয়ের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।
এবিষয়ে জানতে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা কে কয়েকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।
Devoloped By WOOHOSTBD